বেসরকারি হাসপাতালে করোনার টিকা দিতে খরচ ২৫০ রুপি

  করোনা টিকা
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে বেসরকারিভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। এ জন্য হাসপাতালগুলোকে করোনার টিকা দাম নির্ধারণ করে দিয়েছে ভারত সরকার।

সরকারি সূত্রের বরাত দিয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, বেসরকারি হাসপাতালগুলি টিকা দেওয়ার দ্বিতীয় ধাপে প্রতি ডোজ প্রতি আড়াইশো রুপি পর্যন্ত নিতে পারবে। ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ নিতে খরচ পড়বে ৫০০ রুপি।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ১ মার্চ থেকে ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের করোনার টিকা দেওয়া হবে৷ ৪৫ বছরের ঊর্ধ্বে যাদের কো-মর্বিডিটি রয়েছে, তাদেরও টিকা দেওয়ার কথা ঘোষণা করা হয়। সরকারি সব হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকেই বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। কিন্তু বেসরকারি হাসপাতালে টিকা নিতে গেলে তার জন্য টাকা লাগবে৷

ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার খরচ ২৫০ রুপি বেঁধে দেওয়া হচ্ছে৷ এর মধ্যে থাকছে ১০০ রুপি সার্ভিস চার্জ৷

ভারত সরকার সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে করোনাভাইরাসের কোভিশিল্ড টিকা ট্যাক্স ছাড়া কিনেছিল ২০০ রূপি করে। ভারত বায়োটেকের কোভাক্সিন কিনেছে ২৯৫ রুপি করে।