ইসরাইল-সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক শান্তি চুক্তি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে। যা দুই দেশের মধ্যে সম্পর্ককে স্বাভাবিক করবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি অনলাইন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত তাদের সম্পর্ক স্বাভাবিক রাখতে সম্মত হয়েছে ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান এক যৌথ বিবৃতিতে আশা প্রকাশ করেছেন যে ঐতিহাসিক এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে শান্তি বয়ে আনবে।

এই চুক্তির ফলস্বরূপ দখলকৃত পশ্চিম তীরের বৃহৎ অংশকে ইসরায়েলের সংযুক্ত করার পরিকল্পনা স্থগিত করবে।

এখন অবধি ইসরায়েলের উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক কোনো সম্পর্ক ছিল না

তবে ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে অংশীদারি উদ্বেগ তাদের মধ্যে একটি অনানুষ্ঠানিক যোগাযোগের কারণ।

ট্রাম্পের ঘোষণার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিব্রু ভাষায় টুইট করেছেন ঐতিহাসিক দিন।

১৯৯৪ সালে ইসরায়েল এবং জর্ডানের স্বাক্ষরিত শান্তি চুক্তির আলোকে নতুন এই চুক্তির নামকরণ করা হয়েছে আব্রাহাম চুক্তি বলে জানিয়েছে হোয়াইট হাউস।