ওয়াজিদকে কিডনি দিয়েছিলেন সাজিদের স্ত্রী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ওয়াজিদ খান ও স্ত্রী লুবনার সঙ্গে সাজিদ খান

ওয়াজিদ খান ও স্ত্রী লুবনার সঙ্গে সাজিদ খান

করোনা ও অন্যান্য শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে গত ১ জুন না ফেরার দেশে পাড়ি জমান সংগীত পরিচালক ওয়াজিদ খান।

মৃত্যুর এতোদিন পর প্রকাশ হলো তার একটি অজানা তথ্য- গত মাসেই নাকি কিডনি ট্রান্সপ্লান্ট করেছিলেন ওয়াজিদ খান। আর তাকে কিডনি দিয়েছিলেন তার ভাই সাজিদের স্ত্রী লুবনা।

বিজ্ঞাপন

সম্প্রতি বিষয়টি নিশ্চিত করে সাজিদ-ওয়াজিদের ঘনিষ্ঠ বন্ধু নির্মাতা রুমি জাফরি বলেন, “ছবিতে এমন দৃশ্য অনেক দেখা যায়। কিন্তু বাস্তব জীবনে কতোজন এমন ত্যাগ করতে পারেন? ওয়াজিদের ভাবি তার মায়ের মতো ছিলেন। এমনকি তিনি যখন কিডনি দিয়েছেন তখন তিনি চাননি এটি ওয়াজিদ কখনও জানুক।”

কিন্তু ওয়াজিদের ভাবির ত্যাগও তাকে বাঁচাতে পারলো না।