শুটিং বন্ধ রেখে তারাও আন্দোলনে

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চতুর্থ দিন চলছে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনরত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচী চালিয়ে যাচ্ছে।

তাদের সঙ্গে যুক্ত হয়েছে গণমানুষের সমর্থন।

বিজ্ঞাপন

শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদুনিয়ার সঙ্গে যুক্ত তারকারাও আন্দোলন নিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন।


বুধবার দুপুরে তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে লেখেন,

‘আর চুপ থাকতে পারছি না। শুটিং থেকে পারমিশন নিলাম, দুপুরে নামছি তোমাদের সাথে উত্তরায়। আমার কোনো সহকর্মী ভাই-বোনেরা নামতে চাইলে খুশি হবো।’

এর কিছুক্ষণ পরই পাওয়া যায় পরিচালক সকাল আহমেদের স্ট্যাটাস,

‘শুটিং বন্ধ রেখে আমি আমার শুটিং ইউনিট নিয়ে বের হচ্ছি। আপনারা পারলে চলে আসেন।’

সকাল আহমেদ বার্তা ২৪-কে বলছিলেন,

‘ছাত্ররা যে দাবিগুলো করেছে, সেই দাবিগুলো সরকার মেনে নিক- সেটা আমরাও চাই। সড়কে নিরাপত্তা চাই। সাধারণ জনগণের নিরাপত্তা চাই। ছাত্রদের সঙ্গে আমাদেরও একই কথা।’


শিক্ষার্থীদের আন্দোলনে সহমত প্রকাশ করে রাজপথে আরও ছিলেন নওশীন নাহরিন মৌ, জাকিয়া বারী মম, নাদিয়া আহমেদ, নাজিয়া হক অর্ষা, নাবিলাসহ অনেকেই।


বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত উত্তরার রাস্তায় ছিলেন তারা।


একই আন্দোলনের সঙ্গী হয়ে শাহবাগ ছিলেন জ্যোতিকা জ্যোতি, কাজী নওশাবা আহমেদ সহ আরও কয়েকজন।


নিজেরা আন্দোলনে থেকেই শুধু থেমে থাকেননি তারা। ডেকেছেন অন্যদেরও।