করোনা: টিভি নাটকের শুটিং বন্ধ ৩১ মার্চ পর্যন্ত

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শুটিং এর একটি দৃশ্য, ছবি: সংগৃহীত

শুটিং এর একটি দৃশ্য, ছবি: সংগৃহীত

দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নাট্য সংগঠন গুলো। বার্তা২৪.কমকে এমন তথ্য নিশ্চিত করেছে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু।

তিনি জানিয়েছেন, বুধবার টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, শিল্পী সংঘের প্রতিনিধিদের আমরা মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছি। ৩১ মার্চ পর্যন্ত দেশের করোনা পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে এখন যেসব শুটিং ইউনিট ঢাকার বাইরে শুটিংয়ে আছে তাদের জন্য এই নিয়ম ২২ মার্চ থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।