‘ভাইকিংস’ দিয়ে শুরু হলো মাইলসের ৪০ বছর পূর্তির শেষ কনসার্ট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মাইলসের ৪০ বছর পূর্তির শেষ কনসার্ট

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মাইলসের ৪০ বছর পূর্তির শেষ কনসার্ট

জনপ্রিয় ব্যান্ডদল ‘ভাইকিংস’ এর শান্তি চাই গানের মাধ্যমে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের ৩ নম্বর হলে শুরু হয়েছে মাইলসের ৪০ বছর পূর্তির শেষ কনসার্ট।

আজকের আয়োজনে ভাইকিংস ছাড়াও মাইলস এর সঙ্গে গাইবে সোলস, ওয়ারফেজ, দলছুট। প্রতিটি ব্যান্ডদল মাইলসের একটি করে গান করবে।

বিজ্ঞাপন

এছাড়া শেষ মুহূর্তে থাকবে সব ব্যান্ডদলের সঙ্গে মাইলসের জ্যামিং। কনসার্টে মাইলস ৩০টি গান বিশেষ আয়োজনে পরিবেশন করবে। থাকবে রক ভিডিও কাভার ও ইংলিশ গান, যা মাইলস ভক্তরা আগে দেখেনি।

অন্য আয়োজনের মধ্যে রয়েছে ‘সিং উইথ মাইলস’ ক্যাম্পেইনে অংশগ্রহণ করা তিনজন মাইলসের সঙ্গে গান গাওয়ার সুযোগ।

কনসার্ট আয়োজন করেছে উইন্ডমিল। ফরিদ রশিদের হাত ধরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলা সংগীতের অন্যতম ব্যান্ড ‘মাইলস’। বর্তমানে ব্যান্ড দলটির নেতৃত্ব দিচ্ছেন হামিন আহমেদ, শাফিন আহমেদ, মানাম আহমেদ, ইকবাল আসিফ জুয়েল ও সৈয়দ জিয়াউর রহমান তূর্য।