২৭ ডিসেম্বর ঢাকা রক ফেস্ট ২০১৯

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা রক ফেস্ট ২০১৯

ঢাকা রক ফেস্ট ২০১৯

ব্যান্ডপ্রেমীদের জন্য দারুণ খবর! ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট ২০১৯। বাংলা ব্যান্ড মিউজিক ফ্যানদের জন্য এই ফেস্টিভ্যাল নিয়ে আসছে গান-বাংলা টিভি, বাংলালিংক, আয়োজনে রয়েছে স্কাই ট্র্যাকার লি. এবং পি আর পার্টনার হিসেবে রয়েছে মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

পুরো বছর জুড়ে নানা রকম আয়োজন থাকার কারণে বাংলাদেশী মিউজিক ফ্যানদের জন্য এই বছরটি দারুণ একটি সময় ছিল। ঢাকা রক ফেস্ট এই বছরটিকে দারুণ একটি বিদায় দেবার জন্য আয়োজন করা হয়েছে। ফেস্ট এর লাইন-আপে রয়েছে নেমেসিস, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, পাওয়ারসার্জ, বে অফ বেঙ্গল, ট্রেইনরেক, ওন্ড, কনক্লুশন এবং সিন।

বিজ্ঞাপন

ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে এবছর ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রক ফেস্ট। দুপুর ১২টায় গেট খুলবে, অনুষ্ঠান চলবে দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। টিকেটের দাম ২০০ টাকা। ২২ ডিসেম্বর থেকে টিকেট পাওয়া যাবে সহজ.কমে

ঢাকা রক ফেস্টের সহযোগী আয়োজক হিসেবে আছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। বাংলালিংক দেশের তরুণদের চাহিদার কথা মাথায় রেখে নিয়মিত বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও পৃষ্ঠপোষকতা করে আসছে। ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় ধারা এই রক কনসার্টে যুক্ত থাকার পাশাপাশি বাংলালিংক সামনে রক মিউজিক কে আরো জনপ্রিয় করার জন্য কাজ করে যাবে।

ঢাকা রকফেষ্ট ২০১৯ আয়োজন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকারের সিইও দোজা এলান বলেন,ব্যান্ড সংগীতের অন্যতম ধারা হলো রক মিউজিক। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অসম্ভব জনপ্রিয় রক মিউজিক। দেশে প্রচুর কনসার্ট হলেও রক কনসার্ট, বিশেষ করে তরুণ ব্যান্ডদের নিয়ে রক কনসার্ট খুবই কম হয়। তরুণদের দীর্ঘদিনের চাহিদা মাথায় রেখেই এই কনসার্টটি আয়োজন করা হয়েছে। ঢাকা রক ফেস্ট থেকে আগামীতে নিয়মিত রক কনসার্ট আয়োজন করা হবে।

স্কাই ট্র্যাকার দেশের অন্যতম প্রধান ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন শীর্ষ কর্পোরেটদের ইভেন্ট ম্যানেজমেন্টের পাশাপাশি স্কাই ট্র্যাকার কনসার্ট আয়োজন করে থাকে। সম্প্রতি স্কাই ট্র্যাকার বামবা লাইভ চ্যাপ্টার ওয়ান, কনসার্ট ফর অর্টিজম এওযারনেস , ফুয়াদ লাইভ ইন ঢাকা কনসার্ট আয়োজন করেছে।

ঢাকা রক ফেষ্ট ২০১৯ এর বিস্তারিত জানতে ভিজিট করুন ইভেন্ট পেজে