বলিউডে উষ্ণতা ছড়ানো অক্ষয়ের নায়িকা এখন সন্ন্যাসিনী

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরখা মদন / ছবি: সংগৃহীত

বরখা মদন / ছবি: সংগৃহীত

‘খিলাড়িও কা খিলাড়ি’ ছবি দিয়ে বলিউডে আগমন অভিনেত্রী বরখা মদনের। প্রথম ছবিতেই বিপরীতে ছিলেন অক্ষয় কুমারের মতো সুপারস্টার। অভিষেক ছবিতেই জনপ্রিয়তা পান বরখা। অক্ষয়ের স্টারডমের আধিপত্যের মধ্যেও, আলাদা করে তার অভিনয় প্রতিভার প্রশংসা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় থাকে দ্বিতীয় সিনেমা ‘ভূত’-এও। তারপরও গ্ল্যামার দুনিয়া ছেড়ে বৌদ্ধমঠে ঠাঁই নিয়ে দিনযাপন করছেন অভিনেত্রী।

সিনেমার দৃশ্যে বরখা / ছবি: সংগৃহীত

মডেলিং এবং অভিনয় জীবনে বেশ সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে পারতেন অভিনেত্রী বরখা মদন। তবে এই জীবন ছেড়ে পাহাড়ের কোলে বৌদ্ধ সন্ন্যাসিনী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দলাই লামার দীক্ষা নিয়েছেন বরখা। নামও পরিবর্তন করেছেন। নতুন নাম গ্যালটেন সামটেন। বরখার এই জীবনের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ছবিতে দেখা যায় সন্ন্যাসিদের মতোই লাল-খয়েরি থান জড়িয়ে রয়েছেন, মাথা থেকে চুলও ফেলে দিয়েছেন। অথচ একসময় বিকিনিতে পর্দা কাঁপিয়েছিলেন পাঞ্জাবি এই বলি তারকা। তার এই ব্যাপক পরিবর্তনে নেটিজেনরা যেন তাকে চিনতেই পারছেন না।

বিজ্ঞাপন

ক্যারিয়ার শুরু হয়েছিল মডেল হিসেবে। সৌন্দর্য প্রতিযোগিতায় তিনি ছিলেন সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই বচ্চনের প্রতিদ্বন্দ্বী। অপর দুই অভিনেত্রীর মতো বিশ্ববিখ্যাত না হলেও বলিউডে যথেষ্ট দৃষ্টান্ত ফেলেছিলেন বরখা। ‘খিলাড়িও কা খিলাড়ি’ এবং ‘ভূত’ নামে মাত্র দুটো ছবি অভিনেত্রীর ঝুলিতে। দুটো ছবিতেই তার অভিনয় ছিল প্রশংসিত। বক্স অফিসে সাফল্য এনেছিল দু’টি সিনেমাই। অল্প সময়েই এক ডাকে চেনার মতো পরিচয় পেয়েছিলেন তিনি। তবে হঠাৎই পর্দার আড়ালে চলে গিয়েছিলেন বরখা।

বৌদ্ধমঠে বরখা / ছবি: সংগৃহীত

দীর্ঘদিন বরখার কোনো খোঁজ ছিল না। সময়ের সাথে সাথে তারকা ঝলমল দুনিয়ায় গ্ল্যামারের প্রতিযোগিতায় সবাই ভুলেই গিয়েছিল তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে প্রকাশ্যে আসে জনপ্রিয় নায়িকা বরখার ছবি। তবে এ যেন সেই চিরচেনা বরখা নয়! তার সম্পূর্ণ বিপরীত নতুন রূপ দেখে স্তম্ভিত বলিউড।

বিজ্ঞাপন

তবে ছবিতে বরখার মুখেচোখে প্রশান্তি, হাসিতেও সেই ছায়া স্পষ্ট। বলিউড তাকে দেখে বিস্মিত হলেও, বরখা নির্বিকার। সহজেই বোঝা যায়, সমস্ত চাকচিক্য ছেড়ে সেখানে ভালই আছেন তিনি। এতেই খোঁজ পেয়েছেন পরম শান্তির!

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা