অঞ্জনা আপার এভাবে চলে যাওয়া মেনে নিতে খুব কষ্ট হচ্ছে: শাবনূর

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাবনূর ও অঞ্জনা

শাবনূর ও অঞ্জনা

২০ দিনের মতো অসুস্থ থেকে অবশেষে জীবন যুদ্ধে পরাজিত হলেন ঢালিউডের অন্যতম সফল অভিনেত্রী অঞ্জনা রহমান।  শুক্রবার দিনগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দক্ষ অভিনয়, গ্ল্যামার, ফ্যাশন সেন্স আর নৃত্যে পারদর্শীতার জন্য তিনি হয়ে উঠেছিলেন আশির দশকের লেডি সুপারস্টার। তার নামে অসংখ্য সিনেমা সুপারহিট বাম্পারহিট হয়েছে। সেই ছবির তালিকা নিজের ফেসবুকে মাঝে মধ্যেই পোস্ট করতেন এই নায়িকা। বয়স সত্তর পেরোলেও চির যৌবনা এই তারকা মৃত্যুর ক’দিন আগ পর্যন্ত কাজ করে গেছেন। কোন অনুষ্ঠানে গেলে স্বভাবসুলভ কারিশমা দিয়ে হয়ে উঠতেন মধ্যমণি। গল্প আড্ডা হাসি আর মিষ্টি ব্যবহারে ভরিয়ে রাখতেন সবার মন।

বিজ্ঞাপন
অঞ্জনা ও শাবনূর

এই নায়িকার বিদায়ে ঢালিউড কুইন শাবনূর ফেসবুকে লিখেছেন, ‘‘আমার অগ্রজ সহকর্মী, জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী শ্রদ্ধেয় অঞ্জনা রহমান আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিঊন)। এইতো মাত্র দুই সপ্তাহ আগে আমার জন্মদিনে, আমাদের দু’জনের একসাথে তোলা কিছু ছবি দিয়ে উইশ করে তিনি তার ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, আমাদের বাংলা চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত, শীর্ষ স্থানীয় এক মহাতারকা। ৮০ দশকের পর সিনেপ্রেমী দর্শকদের মাঝে যখন একঘেয়ামীতা ভর করেছিলো তখন যে কয়েকজন লাস্যময়ী সুন্দরী জননন্দিত নায়িকার আবির্ভাব ঘটেছিলো তাদের মধ্যে শাবনূর শিশির স্নাত অনন্য একজন। অনেক ভালোবাসা ও নিরন্তর শুভ কামনা সব সময় তোমার জন্য।’

অঞ্জনা ও শাবনূর

আমাদের সকলের প্রিয় অঞ্জনা আপার এভাবে চলে যাওয়া মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। তিন শতাধিক সিনেমায় অভিনয় করা গুণী এই শিল্পীর অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার রূহের মাগফেরাত কামনা করছি।’’

বিজ্ঞাপন