বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। বিষয়টি নিশ্চিত করেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া।
এর আগে সংস্থাটির এমডির দায়িত্বে ছিলেন দিলীপ কুমার বণিক। সরকার পতনের পর গত ৭ আগস্টে সাবেক এমডি নুজহাত ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
নুজহাত ইয়াসমিনের বিরুদ্ধে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। তাকে দায়িত্ব থেকে সরাতে নানা সময় বিএফডিসির কর্মচারীরা ও সংশ্লিষ্ট ১৭টি সংগঠন আন্দোলনও করেছিল। তবে কোনো কারণেই সরানো যাচ্ছিল না তাকে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দায়িত্ব থেকে তাকে বিদায় করা হয়।
বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেলকে সাথে নিয়ে বাইকার ও সংগীত প্রেমীদের জন্য এক মিউজিক ভিডিও প্রকাশ করেছে সুজুকি মোটরবাইক। বাইকের রোমাঞ্চ ও মেটাল সঙ্গীতের উন্মাদনাকে একত্রিত করার এই উদ্যোগ বাইকার এবং সংগীতপ্রেমীদের জন্য নিয়ে এসেছে এক অনন্য অভিজ্ঞতা।
বাইকারদের ভালোবাসা ও প্রতিশ্রুতি থেকে অনুপ্রাণিত এই গানটিতে উঠে এসেছে স্বাধীনতা, উন্মাদনা এবং জীবনের আনন্দ। এই মিউজিক ভিডিওতে সুজুকি মোটরবাইকের দৃষ্টিনন্দন উপস্থিতির সাথে আর্টসেলের মিউজিক এক নতুন মাত্রা যোগ করেছে।
এই বিশেষ উদ্যোগে আরও একটি চমক যুক্ত করেছেন তরুণদের প্রিয় মুখ এবং সুজুকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ। তার ক্যারিশম্যাটিক উপস্থিতি, উদ্যমী চরিত্র এবং অ্যাডভেঞ্চারপ্রেমী মনোভাব বাইকারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। তরুণদের সঙ্গে তার অসাধারণ সংযোগ এই প্রজেক্টকে করেছে আরও আকর্ষণীয়।
সুজুকি মোটরবাইকসের এই উদ্যোগ কেবল একটি মিউজিক ভিডিও-ই নয়, বরং এটি জীবনযাত্রা, স্বাধীনতা ও আবেগ। সুজুকি তাদের ব্র্যান্ডের মাধ্যমে স্বাধীনতা, উচ্ছ্বাস ও জীবনের আনন্দ তুলে ধরতে এবং বাইকারদের অনুপ্রাণিত করতে নিরন্তর কাজ করে চলেছে।
আর্টসেল এবং সুজুকির অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে মিউজিক ভিডিওটি উপভোগ করতে পারবেন। এছাড়া, শীঘ্রই এটি স্পটিফাইতেও পাওয়া যাবে।
বলিউড তারকা মালাইকা আরোরা ও আরবাজ খানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে অনেক বছর আগেই। সম্প্রতি প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেও বিচ্ছেদ হয়েছে এই বলি তারকার। বর্তমানে তিনি সিঙ্গেল আছেন। জীবনে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন তিনি হয়েছেন এবার সেই কথাই শেয়ার করেছেন।
সম্প্রতি কার্লি টেলসকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা বিয়ের পিঁড়িতে বসতে যাওয়া দম্পতিদের উদ্দেশ্যে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। বিয়ে করার আগে কী কী বিষয় মাথায় রাখা উচিত? তা নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
মালাইকা বিশ্বাস করেন, স্বামী-স্ত্রীর দুইজনেরই আলাদা আলাদা সঞ্চয় থাকা উচিত। আর্থিকভাবে তাদের স্বতন্ত্র হওয়া উচিত। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিয়ের পরেও মেয়েদের নিজের পরিচয় ধরে রাখতে হবে।
এছাড়া স্বামী-স্ত্রী উভয়কেই নিজেদের স্বাধীনতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মালাইকা মনে করেন, বিবাহিত সম্পর্কে যেমন একে অপরের পরিচিতিটা গুরুত্বপূর্ণ, তেমনই ব্যক্তিগত পরিচয়ও অক্ষত রাখা অপরিহার্য। বিশেষ করে সম্পত্তি এবং আর্থিক বিষয়ের ক্ষেত্রে এটা মাথায় রাখা উচিত।
মালাইকা আরও বলেছেন, একসঙ্গে সংসার করার সময় স্বামী-স্ত্রী কারোরই নিজের পরিচয় হারানো উচিত নয়। তার মতে, যদি আপনি আপনার সঙ্গীর পদবী গ্রহণ করেন, তবুও নিজের ব্যক্তিগত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা প্রয়োজন।
২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন মালাইকা। ২০১৭ সালের মে মাসে তাদের আইনি বিচ্ছেদ হয়। ডিভোর্সের পর অর্জুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন অভিনেত্রী। কিন্তু সে সম্পর্কেও হানা দিল বিচ্ছেদের সুর।
না ফেরার দেশে চলে গেলেন ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবুও কাজ করেছিলেন একাধিক প্রোজেক্টে। এমনকি গত সপ্তাহে (১৪ ডিসেম্বর) নিজের ৯০ তম জন্মদিন পালন করেন পরিবারের মানুষদের নিয়ে।
সেই মানুষটিরই এবার থামল তার জীবনযুদ্ধ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয়েছে তার।
বাংলাদেশের দর্শক আগে তাকে যতোটা না চিনতো তারচেয়ে বহুগুণ বেশি চিনেছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি করার সময়।
বলিউডের আর্ট ঘরানার ছবির প্রবক্তা বললে ভুল হয় না শ্যাম বেনেগালকে। তার হাত ধরে উঠে এসেছিলেন শাবানা আজমী, নাসিরউদ্দিন শাহ, স্মিতা পাতিলের মতো জাদরেল অভিনয়শিল্পী।
শুধু আর্ট ঘরানা নয়, বানিজ্যিক ধাচের ছবি করেও তিনি সফল হয়েছিলেন। জীবনঘনিষ্ট গল্প, গভীর মানবিকবোধ ও সুক্ষ আবেগ দারুণভাবে ফুটিয়ে তুলতেন তার সিনেমায়। চলচ্চিত্রশিল্পে অসামাণ্য অবদানের জন্য ১৮৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন।
শ্যাম বেনেগাল প্রসিদ্ধ তার আইকনিক ক্ল্যাসিক সিনেমা ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘ভূমিকা’, ‘মাম্মো’, ‘সর্দারি বেগম’, ‘জুবায়েদা’র জন্য।
কিছুদিন আগে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এক কনসার্টে সংগীত পরিবেশন করে তুমুল সমালোচনার মুখে পড়েন ‘ঝুমকা’খ্যাত গায়িকা ও অভিনেত্রী জেফার রহমান। তার পারফরমেন্সের কিছু খণ্ড ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়তেই শুরু হয় ট্রলিং ।
অনেকে আপত্তি তুলেন, গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। শুধু তাই নয়, কেউ কেউ তাকে অটো-টিউন শিল্পী বলেও বিদ্রুপ করছেন।
অবশেষে সেই সমালোচনার জবাব দিলেন জেফার। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই। আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন জানি আপনাদের নিউজে নাই।’
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার বলেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’