আসছে ব্যয়বহুল মিউজিক্যাল ফিল্ম ‘নয়া বাতাস’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘নয়া বাতাস’ মিউজিক্যাল ফিল্মে চিত্রনায়ক শিশির সরদার ও মডেল অলংকার চৌধুরী

‘নয়া বাতাস’ মিউজিক্যাল ফিল্মে চিত্রনায়ক শিশির সরদার ও মডেল অলংকার চৌধুরী

‘আরে ও সইগো নয়া বাতাস লাগলো আমার গায়’ এমন কথার গান নিয়ে তৈরি হলো জমকালো মিউজিক্যাল ফিল্ম। রকিব আলীর গীতি কবিতায়, শোভন রয়ের সুর ও সংগীতায়োজনে ‘নয়া বাতাস’ গানটিতে কন্ঠ দিলেন ‘নয়া দামান’খ্যাত কণ্ঠশিল্পী তসিবা। সাথে রয়েছেন জনপ্রিয় র‌্যাপার রিযান। অভিনয় করেছেন চিত্রনায়ক শিশির সরদার, মডেল অলংকার চৌধুরীসহ প্রায় ১০০ সহশিল্পী।

‘নয়া বাতাস’ গানকে মিউজিক্যাল ফিল্মে রূপান্তর করেছেন নির্মাতা বিপ্লব হোসেন। তিনি বলেন, ‘ম্যাটাফরিক ফরমেটে আমরা কাজটি করেছি, যেখানে সচরাচর গল্পের বাইরে অন্যরকম গল্প পাওয়া যাবে। রাজধানীর পুরান ঢাকার একটা বাড়িতে জাকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং সম্পন্ন করেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অলংকার চৌধুরী, শিশির সরদার চরিত্রের ভেতরে ঢুকে অভিনয় করার জন্য রিহার্সেল করা থেকে শুরু করে সকল বিষয়ে ভীষণ আন্তরিক ছিলেন। তাই কাজটি দর্শকপ্রিয়তা পাবে এমনটাই আশাবাদী তারা।’

‘নয়া বাতাস’ মিউজিক্যাল ফিল্মে চিত্রনায়ক শিশির সরদার ও মডেল অলংকার চৌধুরী

গীতিকবি রকিব আলী জানান, ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এ রকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো কাজ দর্শককে উপহার দিতে।’

বিজ্ঞাপন

আগামীকাল ২৪ ডিসেম্বর এইচ বি ফিল্মস ও রকেট মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে।