আজীবন সম্মাননা পাচ্ছেন আবদুল হাদী ও খুরশিদ আলম

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলম

সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলম

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি আগামী ২৭ ডিসেম্বর। এদিন বিকাল ৪টায় কারওয়ান বাজার ‘এন এল আই ’ মিলনায়তনে জমজমাট আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৩‘ প্রদান করা হবে।

জানা গেছে, অনুষ্ঠানে সঙ্গীতাঙ্গনের প্রায় অর্ধশত তারকাশিল্পী পারফর্ম করবেন। তাদের মধ্যে রয়েছেন সৈয়দ আবদুল হাদী, খুরশিদ আলম, ফকির শাহাবুদ্দীন, রিজিয়া পারভীন , শাহনাজ বেলী, এস এম শফি, স্বীকৃতি, সুমি শবনম, সোহেল মেহেদী, ক্লোজআপ তারকা নোলক বাবুসহ অনেকে।

বিজ্ঞাপন

এবার আজীবন সম্মাননা দেওয়া হবে দেশ বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও খুরশিদ আলমকে। এছাড়া আরও অনেক গুনীজন স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর চেয়ারম্যান জালাল আহমেদ। মহতি এই অনুষ্ঠানের  উদ্বোধন করবেন ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কজিম উদ্দিন । সভাপতিত্ব করবেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী।

বিজ্ঞাপন