হাস্যরসাত্মক গল্পে কাজী রিটনের ‘হাউজ হাজবেন্ড’
শ্বশুরবাড়িতে জামাই হয়ে বসবাসের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘হাউজ হাজবেন্ড’। একটি সাধারণ গ্রামের পারিবারিক ও সামাজিক বন্ধনকে ঘিরে আবর্তিত হয়েছে নাটকটি, যেখানে হাস্যরসের মাধ্যমে বিভিন্ন সামাজিক বার্তা ফুটে উঠেছে।
কাজী রিটনের প্রযোজনায় নাটকটি পরিচালনা করছেন ফরিদুল হাসান। প্রযোজক জানান, এক ভিন্নধর্মী গ্রামের গল্পে নাটকটি টিভি দর্শকদের জন্য নতুনত্ব উপস্থাপন করছে।
কাজী রিটন বলেন, ‘এই নাটকে এমন একটি গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ঘরে ঘরে রয়েছে ঘরজামাই। অর্থাৎ সেই গ্রামের মেয়েদের বিয়ে দেওয়া হয় ঘরজামাই থাকার শর্তে। এমনই বিস্ময়কর ধারণার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই পারিবারিক ও কমেডি ঘরানার দীর্ঘ ধারাবাহিক নাটক। আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে।’
মাহফুজ খানের গল্প আর নাজ নাজমার চিত্রনাট্যে নাটকটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ এবং আ খ ম হাসান প্রমুখ।
‘হাউজ হাজবেন্ড’ নাটকটি ১০ নভেম্বর থেকে প্রতি রবিবার ও সোমবার রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে।