এ আর রহমান ও তার বেজ গিটারিস্টের পর পর বিচ্ছেদ নিয়ে তোলপাড়
অস্কার ও গ্রামিজয়ী সুরকার ও সংগীত পরিচালক এ আর রহমানের ঘর ভাঙার খবরে যখন তোলপাড় সামাজিক মাধ্যম, তার কয়েক ঘন্টার ব্যাবধানে এ আর রহমানের টিমের বেজ গিটারিস্ট মোহিনী দে'রও সংসার ভেঙার ঘবর আসে। তাতেই শুরু হয় নতুন গুঞ্জন। তবে কি মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণে ঘর ভাঙল রহমানের। এমনও প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে দুটি বিচ্ছেদের বিষয় পরিষ্কার করেছেন এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ।
তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের তিক্ততা থেকে তাদের বিচ্ছেদ হয়েছে। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব হয়নি। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তার। কিন্তু সায়রা অপারগ। তবে এ আর রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট।
এরপর স্পষ্ট ভাষায় তিনি জানান, ‘এ আর রহমানের বিচ্ছেদ ঘোষণার পর তার টিমের নারী সদস্য মোহিনী দে’রও সংসার ভাঙার খবর এসেছে। তবে এ আর রহমানের বিচ্ছেদের সঙ্গে মোহিনী বিচ্ছেদের কোনও সংযোগ নেই। দুটি ঘটনা সম্পূর্ণ আলাদা। একটির সঙ্গে আরেকটির সম্পর্ক খোঁজা ঠিক হবে না।’
আইনজীবীর কথায়, ‘সায়রা এবং মিস্টার রহমান নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা প্রতিটা বিয়ে ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়। তারা মর্যাদাপূর্ণভাবে এই বিয়ে শেষ করছেন। রহমান আর সায়রা সবসময় একে-অপরকে সম্মান করবেন এবং মঙ্গল কামনা করবেন।’
সূত্র: আনন্দবাজার ও জি-নিউজ