প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ কিকি আর নেই
প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী সুইডিশ মডেল কিকি হ্যাকানসন আর নেই। গত ৪ নভেম্বর ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
তার পরিবার নিশ্চিত করেছে যে, বার্ধক্যজনিত কারণেই মারা গিয়েছেন তিনি। ‘মিস ওয়ার্ল্ড’ এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও এই ঘোষণা দেওয়া হয়েছে।
সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হ্যাকানসন ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার অফিসিয়াল পেজে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে, ‘আমরা কিকির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এই কঠিন সময়ে আমাদের ভালবাসা প্রেরণ করছি এবং প্রার্থনা করছি।’
কিকির ছেলে ক্রিস অ্যান্ডারসনও তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, তাকে ‘হাস্যরস এবং বুদ্ধির’ মেলবন্ধন বলে উল্লেখ করেন। সঙ্গে তিনি আরও বলেন, ‘উষ্ণতা ও উদারতার জন্য যারা তাকে (কিকি হাকানসন) চিনতেন তারা সবাই তাকে মনে রাখবেন।’
মিস ওয়ার্ল্ডের চেয়ারওম্যান জুলিয়া মোরলে তার ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করে বলেন, ‘কিকি একজন সত্যিকারের অগ্রগামী ছিলেন এবং তাই এটি উপযুক্ত ছিল যে কিকি প্রথম মিস ওয়ার্ল্ড হিসাবে ইতিহাসে তার জায়গা পাবে। আমরা অনন্তকাল ধরে প্রথম মিস ওয়ার্ল্ড, কেরস্টিন (কিকি) হ্যাকানসনের স্মৃতি উদযাপন করব, যিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’