শাকিরার ছবি তুলতে গিয়ে ধরা খেলেন ভক্ত!
কনসার্ট করতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখে পড়লেন বিশ্ববিখ্যাত পপতারকা শাকিরা। মঞ্চে পারফর্ম করার সময়, এক অনুরাগীর কাণ্ডে একেবারে হতবাক গায়িকা। তবে স্পষ্ট প্রতিবাদ করলেন মঞ্চ থেকেই। অনুরাগীকে স্পষ্টই জানালেন, নো মিনস নো!
এদিন শাকিরার পরনে ছিল মিনি স্কার্ট এবং এক মাথা খোলা চুল। মঞ্চে নতুন গান ‘সলটেরা’র সঙ্গে নাচছেন শাকিরা। হঠাৎ শাকিরা খেয়াল করলেন এক অনুরাগী মঞ্চের সামনে দাঁড়িয়ে তার পোশাকের নিচে ক্যামেরা ধরে ছবি তোলার চেষ্টা চালাচ্ছেন। অনুরাগীর এমন কাণ্ড দেখে একেবারে হতবাক শাকিরা। সঙ্গে সঙ্গে গান থামিয়ে রীতিমতো মেজাজ হারিয়ে স্টেজ থেকে নেমে এলেন।
তবে নামার আগে অনুরাগীকে স্পষ্ট জানালেন, এই ধরনের আচরণ একেবারেই ঠিক নয়। শাকিরার এই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
শাকিরার সঙ্গে এমন ঘটনা ঘটায় সোশ্যালে নিন্দার ঝড় বইছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, এই ঘটনার তদন্ত হওয়া উচিত। গ্রেপ্তার হওয়া উচিত অভিযুক্ত। অনেকের আবার মত, নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হওয়া উচিত ছিল।