ফের ভারতে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরই কলকাতায় অনুষ্ঠিত হয় চলচ্চিত্র নিয়ে সেখানকার অন্যতম সম্মানজনক আয়োজন ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এর আয়োজক সংগঠন ‘বাংলা আবার’।
এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৪ ও ২৫ আগস্ট কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) মিলনায়তনে ছিলো আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পীদের সাম্মাননা প্রদাণ অনুষ্ঠান।
এই আয়োজনে বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানানো হয় নির্মাতা জীবন শাহাদাতকে। তাকেও বিশেষ সম্মানে ভূষিত করা হয়। আয়োজক সংগঠন থেকে জীবন শাহাদাতকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। সম্মাননা গ্রহণ পরবর্তী বক্তব্যে জীবন শাহাদাৎ বলেন, ‘আমরা দুটো বন্ধুপ্রতিম দেশ। আমাদের মৈত্রী বন্ধন মজবুত ছিলো, আছে ও থাকবে।’
এই বক্তব্যের সাথে একমত পোষণ করে আয়োজক সংগঠনের অন্যতম সদস্য প্রিতম সরকার বলেন, ‘আমরাও মনে প্রাণে এটাই চাই।’
দেশের বাইরে এবারই প্রথম নয়, এর আগেও নেপাল ও ভারতে একাধিকবার পুরস্কৃত হয়েছেন জীবন। সর্বশেষ গত বছরের অক্টোবরে কলকাতার ‘অষ্টম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে জীবন শাহাদাৎ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নেমপ্লেট’।