ছি ছি ছি, থুথু এদের মুখে, কার উদ্দেশ্যে বললেন পরীমণি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরীমণি । ছবি: ফেসবুক

পরীমণি । ছবি: ফেসবুক

কোটা সংস্কার আন্দোলনের বেশকিছু স্থিরচিত্র, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। যে সকল ভিডিওর অধিকাংশই সাধারণ মানুষের মাঝে ক্ষোভ তৈরি করেছে।

সম্প্রতি চিত্রনায়িকা পরীমণির ফেসবুক অ্যাকাউন্টেও তেমনই একটি ভিডিওর দেখা মিলল। বুধবার সকালে এই নায়িকা তার ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিওর ক্যাপশনে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
পরীমণি

ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষিকা কয়েকজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন। এ সময় তিনি হামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, আপনারা মারেন নাই? এরা আমার ছাত্র। আপনারা গুলি চালান নাই?

এরপর ওই হামলাকারীদের মাঝে কেউ সেই শিক্ষিকাকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। যেটা শুনে তিনি আরও ক্ষিপ্ত হন। পাল্টা জবাবে, ‘রাজাকার’ বলতে নিষেধ করেন। এসময় হামলাকারীরা সেই শিক্ষিকার ওপর আরও বেশি চড়াও হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ কর্মকর্তা শিক্ষিকাকে সেই স্থান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা ওই নারী শিক্ষিকাকে হেনস্তা করেন।

২ মিনিট ২৮ সেকেন্ডের সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে হামলকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন পরীমণি। তিনি লিখেছেন, ‘ছি ছি ছি । থুথু এদের মুখের উপর। শকুনের মতন চারপাশ থেকে কিভাবে একজন মহিলার উপর সবার সামনে ঝাপায়ে পড়ছে! তাও একজন শিক্ষক এর উপর!’

এসব ঘটনা আর নিতে পারছেন না পরীমণি। সেটা উল্লেখ করে এই নায়িকা বলেন, ‘কত চুপ থাকা যায় আর সরি। চিৎকার করে কান্না আসতেছে-আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী!’

পরীমণি

এর আগেও কোটা সংস্কার আন্দোলনে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলে পরীমণি। সেবার এই অভিনেত্রী ফেসবুকে এক শিক্ষার্থীর ওপর হামলার ছবি প্রকাশ করে লিখেছিলেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।