মনোমালিন্য কাটিয়ে ফের জাজের ছবিতে পূজা!
জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীকে ব্রেক দিয়েছিলো জাজ মাল্টিমিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয় পূজার। এর আগেও জাজের আলোচিত সিনেমা ‘অগ্নি’তে শিশুশিল্পী হিসেবে দর্শকের নজর কাড়েন পূজা।
‘নূর জাহান’ ছাড়াও অল্পদিনে পূজা একের পর এক জাজের ছবি নায়িকা হয়ে ঢালিউডে নিজের জায়গা শক্ত করেন। এরমধ্যে রয়েছে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’, ‘জি¦ন’ ইত্যাদি। এছাড়া মুক্তির অপেক্ষায় থাকা জাজের ‘মাসুদ রানা’ ছবির নায়িকা হিসেবে পূজাকেই দেখা যাবে।
তবে ‘মাসুদ রানা’র শুটিং শেষ করে বিগত কয়েক বছর আর জাজের ছবিতে দেখা যায়নি পূজাকে। মাহিয়া মাহি, নুসরাত ফারিয়ার মতো পূজাও এক সময় মনোমালিন্য থেকে জাজ থেকে বেরিয়ে আসেন। শোবিজে গুঞ্জন রয়েছে, শাকিব খানের বিপরীতে ‘গলুই’ ছবিতে প্রস্তাব পাওয়ার পর তাতে রাজী হওয়ায় জাজের সঙ্গে পূজার দ্বন্দ্ব শুরু হয়। এরপর থেকেই মূলত পূজাকে আর জাজের কোন ছবিতে দেখা যায়নি। এই সময়ে পূজা অন্যান্য প্রযোজকদের ছবিতে কাজ করেছেন। তবে ‘গলুই’ ছাড়া একটি ছবিও সেভাবে সফলতার মুখ দেখেনি। অন্যদিকে পূজাকে ছাড়া জাজও যে দু-একটি ছবি করেছে সেগুলোও সেভাবে চলেনি।
এজন্যই কী সব মনোমালিন্য ভুলে আবারও এক হচ্ছে জাজ আর পূজা? এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশকিছুদিন ধরে।
এর মধ্যে শোনা গেছে, জাজ মাল্টিমিডিয়ার একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি। এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন। তবে পূজা আজ গণমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বললেও জাজের নতুন ছবির বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন। তিনি জানান, ‘শুধু জাজ নয়, অন্য প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও নতুন ছবি নিয়ে কথা হচ্ছে আমার। দেখা গেল, সেই ছবির কাজ আগে শুরু হয়ে গেছে। আমি নিজেও পরিকল্পনা করছি। ভেবেচিন্তে ছবির কাজ হাতে নিচ্ছি। তবে সবাইকে এ-ও আশ্বস্ত করতে চাই, পর্দায় যে ছবিটি নিয়ে ফিরব, বুঝেশুনেই ফিরব।’
জাজ ছাড়া পূজা অন্য কোনো প্রতিষ্ঠানের ছবিতে অভিনয় করতে পারবেন না পূজা। চুক্তিবিষয়ক জটিলতা আছে। গত দুই বছর ধরে এ নিয়ে চলে আলোচনাও। বিষয়টিতে দ্বিধায় পড়ে পূজাকে নিয়ে কাজ করতে চাওয়া অন্য পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘আমি একজন স্বাধীন শিল্পী। সবাই আমাকে নিয়ে কাজ করতে পারবেন। আমারও এখন কারও সঙ্গে কাজ করা নিয়ে বাধ্যবাধকতা নেই। গল্প আর চরিত্র পছন্দ হলে যেকোনো প্রতিষ্ঠানই আমার প্রতিষ্ঠান, যেকোনো পরিচালকই আমার পরিচালক।’
পূজা আরও বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই, জাজ মাল্টিমিডিয়া দিয়েই আমার বড় পর্দার যাত্রা শুরু হয়। তবে এটাও ঠিক, তাদের বাইরে সবার সঙ্গে কাজ করায় কোনো বাধা নেই। জাজের যদি মনে হয়, আমাকে তাদের ছবিতে লাগবে, তাহলে প্রস্তাব দেবে। আবার আমারও যদি জাজ মাল্টিমিডিয়ার ছবির ভাবনা পছন্দ হয়, আমিও শিল্পী হিসেবে তাদের সঙ্গে কাজ করব। বিষয়টা মোটেও এমন নয়, তারা ছাড়া আমি কারও সঙ্গেই কাজ করতে পারব না।’
পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘আগন্তুক’ ছবিতে পূজার অভিনয় প্রশংসিত হয়েছে।