নৃত্যাঞ্চলের আয়োজনে দিল্লীর নৃত্যগুরুর ছৌ নৃত্য কর্মশালা

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা

শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা

শামীম আরা নীপা আর শিবলী মহম্মদকে দেশীয় নৃত্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বললেও ভুল হবে না। শুধুমাত্র নাচ করে তাদের মতো এতো খ্যাতি এখনো কেউ পাননি এদেশে। সংস্কৃতিক বিকাশে বিশেষ অবদানের জন্য দুজনেই পেয়েছেন রাষ্ট্রীয় স্বীকৃতি একুশে পদক। তাদের পরিচালিত প্রতষ্ঠিান ‘নৃত্যাঞ্চল’ বহুবার দেশে ও বিদেশে গৌরবের সঙ্গে পারফর্ম করেছে।

‘নৃত্যাঞ্চল’ প্রতিবছর একাধিক নৃত্য কর্মশালার আয়োজন করে থাকে। সেসব কর্মশালা পরিচালনা করেন বিদেশের স্বনামধণ্য নৃত্য ব্যক্তিত্বরা। প্রতি সামার ভ্যাকেশনে দিল্লীর নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার স্বপন মজুমদার ঢাকাতে আসেন নৃত্যাঞ্চলের আমন্ত্রনে। তিনি ছৌ নৃত্যের ওপর কর্মশালা করান। এবারের কর্মশালাটি শুরু হচ্ছে আগামীকাল থেকে। জাতীয় শিল্পকলা একাডেমিতে ৫দিন ব্যাপী এই কর্মশালা শেষে পরিবেশনাভিত্তিক অনুষ্ঠান রয়েছে মহিলা সমিতি মিলনায়তনে।

বিজ্ঞাপন
শামীম আরা নীপা

প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা বার্তা২৪.কমকে বলেন, ‘নৃত্যাঞ্চল বিশ্বাস করে কালচারাল এক্সচেঞ্জ না হলে আর্ট একটা সীমারেখায় আবদ্ধ হয়ে যায়। বিদেশের নৃত্যপরিচালকরা এসে যখন তাদের মেধা ও অভিজ্ঞতা শেয়ার করেন তা থেকে অনেক নতুন কিছুর সৃষ্টি হয়। এবার ১০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে ছৌ নৃত্য কর্মশালায়। সবাই আমাদের নৃত্যাঞ্চলের শিল্পী। বাইরের শিল্পীদের নেওয়ার সুযোগ নেই, কারণ জায়গা ছোট। তবে সবাইকে কর্মশালা শেষে পরিবেশনা দেখতে আসার আমন্ত্রন রইল।’

নৃত্যাঞ্চলের শিল্পীদের ছৌ নৃত্য

নীপা আরও বলেন, ‘ছৌ নৃত্য কর্মশালাটি আমরা প্রায় প্রতি বছরই করি। কারণ এই নাচের চর্চা নৃত্যশিল্পীদের জন্য অনেক উপকারী। ছৌ নৃত্য চর্চা বডি ল্যাঙ্গুয়েজ খুব পরিশিলীত করে।’

বিজ্ঞাপন