সাইফ হামলা: শরিফুলের বাবার দাবি ছেলেকে ফাঁসানো হচ্ছে
বিনোদন
বলিউড অভিনেতা নবাব সাইফ আলী খানের বাড়ির হামলার ঘটনা এখন হট টপিক। পুলিশের তদন্ত মতে, হামলাকারী বাংলাদেশী হওয়ায় ভারত ও বাংলাদেশ, দুইদেশেই আলোচনার তুঙ্গে সাইফ হামলা ইস্যু। অপরাধী শরিফুলের ডিএনএ’র সঙ্গে সাইফের বাড়ির ফিঙ্গারপ্রিন্টের মিল পাওয়া গেছে, অপরাধে ব্যবহৃত সামগ্রীও খুঁজে পাওয়া গেছে, এমনকি পুলিশের ভাষ্যমতে অপরাধী দেশে ফেরার জন্য রাতারাতি টাকা উপার্জনের জন্য হামলা করার কথাও জানিয়েছেন। তবুও যেন এই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শেষই হচ্ছে না। এবার অভিযুক্ত শরীফুলেল বাবা দাবি করলেন, তার ছেলেকে ফাঁসানো হচ্ছে; সিসিটিভি’তে দেখা ব্যক্তিটি শরিফুল নন।
১৬ জানুয়ারি যে হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন সাইফ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মুম্বাইয়ে কর্মরত বাংলাদেশী নাগরিক শরিফুল ইসলাম শেহজাদকে গ্রেফতার করা হয়। যদিও শরিফুলের বাবা এ কথা স্বীকার করতে নারাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে শরিফুলের বাবা মহম্মদ রহুল আমিন ফকির দাবি করেন, ‘সিসিটিভি ক্যামেরায় যাকে দেখা গিয়েছে সে আমার ছেলে নয়। আমার ছেলে গত ৩০ বছরে কখনো চুল এত বড় রাখে নি। সিসিটিভিতে যাকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে আমার ছেলের চেহারার মিল নেই। বাংলাদেশের কর্মক্ষেত্রে টালমাটাল অবস্থার জন্য সে ভারতে যায় এবং সেখানে সে বেশ ভালোভাবে দিন পার করছিল।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন,‘ আমার ছেলে বেশ কর্মঠ। ভালো কাজ করার জন্য কর্মক্ষেত্রে পুরস্কারও পেয়েছে। পশ্চিমবঙ্গের চেয়ে মুম্বাইতে বেতন বেশি হওয়ায় সে মুম্বাই’তে চলে যায়।’ শরিফুলের বাবা আরও জোর দিয়ে বলেন, একজন তারকার বাড়িতে এভাবে পরিকল্পনা করে হামলা করা কোনোভাবেই তার ছেলের পক্ষে সম্ভব হতে পারেনা।
তবে অভিযুক্তর পরিবার যে কেবল সন্দেহ প্রকাশ করছেন , তা নয়। এত গুরুতর চোট পেয়ে, আইসিইউতে ভর্তি হয়েও এত দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ব্যাপারটাও অনেকে হজম করতে পারছেন না। নিজে সোজা হয়ে হেঁটে হাসপাতাল থেকে বের হওয়াতেও অনেকে সন্দিহান আদৌ কি সাইফের উপর হামলা হয়েছিল? অবশ্য সাইফের পক্ষে অনেক ভক্ত থেকে শুরু করে তারকারাও এইসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন।
চেক জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পরিচালক রামগোপাল ভার্মা। গত মঙ্গলবার চেক জালিয়াতির মামলায় মুম্বাইয়ের আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালত ‘সত্য’ পরিচালককে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। শুধু তা–ই নয়, এই মামলায় জামিনও পাবেন না রামগোপাল। কারণ, আদালত পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে। তবে কি এবার সত্যিই জেলে যেতে হবে পরিচালককে? খবর এনডিটিভির
জেল থেকে বাঁচার একটি উপায় অবশ্য আছে। চেক বাউন্স মামলায় আগামী ৩ মাসের মধ্যে অভিযোগকারীকে ৩ লাখ ৭০ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরিচালক এই টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে তিন মাসের জেল খাটতে হবে বলে জানিয়েছেন আদালত।
গত ২১ জানুয়ারি মঙ্গলবার পরিচালককে আদালতে শুনানির জন্য ডাকা হয়েছিল। তবে তিনি সেদিন আদালতে হাজির হননি। আর তাই আদালত অবমাননার জন্য পরিচালককে পরিচালকে ১৩৮ ধারায় অভিযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত রামগোপালের বিরুদ্ধে এ মামলাটি ২০১৮ সালের। সেসময় ছবি তৈরির জন্য মহেশচন্দ্র মিশ্র ‘শ্রী’ নামক একটা সংস্থা তৈরি করেন। যেটি কিনা রামগোপাল ভার্মার কোম্পানির ‘ভার্মা করপোরেশন কোম্পানি’র সঙ্গে জুড়ে ছিল। সে সময় মহেশচন্দ্র মিশ্র নামে ওই ব্যক্তি পরিচালকের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ আনেন।
জানা গিয়েছিল, পরিচালক আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। যে কারণে তিনি সাম্প্রতিক সময়ে কোনো ছবিও তৈরি করেননি। তার আগের ছবিগুলোর বক্স অফিসে বিশেষ ব্যবসা করতে পারেনি। যে কারণে নিজের অফিসও বিক্রি করে দিতে হয় রামগোপালকে।
এ মামলাটি একাধিকবার স্থগিত হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও পরিচালক বারবার শুনানির দিন উপস্থিত হননি। এদিকে এই মামলাতেই ২০২২ সালের জুন মাসে ৫ হাজার রুপির বিনিময়ে জামিন পেয়েছিলেন পরিচালক। তবে এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হয়েছে। এদিকে সাজা ঘোষণার পরের দিনই নতুন ছবি ‘সিন্ডিকেট’-এর কথা ঘোষণা করেছেন পরিচালক।
গোল্ডেন গ্লোব ও বাফটার পর এবার অস্কারেও সর্বোচ্চ মনোনয়ন পেল জ্যাক অঁদিয়ারের মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ছবিটি ১৩টি মনোনয়ন পেলেও এই ছবির অভিনেত্রী সেলেনা গোমেজ মনোনয়ন পাননি। এ ছবির জন্য গত বছর কান উৎসবে তিনি সেরা অভিনেত্রী হয়েছিলেন।
অন্যদিকে ‘মারিয়া’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলির অভিনয় আলোচিত হলেও তিনি সেরা অভিনেত্রীর দৌড়ে নেই। একইভাবে বলা যায় ডেনজেল ওয়াশিংটন, টিলডা সুইনটন আর পামেলা অ্যান্ডারসনের কথাও। ‘গ্ল্যাডিয়েটর ২’, ‘দ্য রুম নেক্সট ডোর’ ও ‘দ্য লাস্ট শোগার্ল’-এর জন্য অনেকেই ভেবেছিলেন যে তারা সেরা অভিনেতার মনোনয়ন পাবেন, কিন্তু কেউই পাননি। ‘কুইয়ার’ ছবিতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় ছিলেন ড্যানিয়েল ক্রেগ। তিনিও অস্কারে নেই।সমালোচকদের মতে গত বছরের অন্যতম সেরা ছবি ছিল ‘বেবিগার্ল’। অনেকেই নিশ্চিত ছিলেন যে এ ছবির জন্য নিকোল কিডম্যান সেরা অভিনেত্রীর মনোনয়ন পাবেন, কিন্তু অস্ট্রেলিয়ান অভিনেত্রীও নেই অস্কারে।
অনুমিত অনেক নাম যেমন নেই, তেমনই আবার আছে চমক জাগানিয়া নামও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’ নিয়ে কেউই তেমন আশাবাদী ছিলেন না। কিন্তু অস্কারে গুরুত্বপূর্ণ দুই বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি (সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেতা)।
গত বছর অন্যতম আলোচিত সিনেমা ছিল ‘দ্য সাবস্ট্যান্স’। এ ছবির জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রী হন ডেমি মুর। দীর্ঘ ক্যারিয়ারে এটাই ছিল তার প্রথম বড় কোনো পুরস্কার। এ ছবির জন্য অস্কারেও সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন তিনি।
গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে এ মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী র্যাচেল সেনট ও অভিনেতা বোয়েন ইয়াং। গত বছরের আলোচিত দুই সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’। এ দুটি ছবিও বাগিয়েছে ১০টি করে মনোনয়ন। বব ডিলানের বায়োপিক ‘আ কমপ্লিট আননোন’ ও ভ্যাটিক্যান থ্রিলার ‘কনক্লেভ’ পেয়েছে ৮টি করে মনোনয়ন।
অস্কারে মনোনীত হয়েছে ভারতীয় স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘অনুজা’। ছবিটি মনোনয়ন পেয়েছে সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে। অ্যাডাম জে গ্রেভস পরিচালিত এ সিনেমার অন্যতম প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়া। দিল্লির এক পোশাক কারখানায় কাজ করা দুই বোনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
চলতি মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে দুইবার পিছিয়েছে অস্কার মনোনয়ন। আগামী ২ মার্চ (বাংলাদেশ সময় ৩ মার্চ) অস্কার আয়োজনে থাকবে দাবানলের প্রসঙ্গও। একাডেমির প্রধান নির্বাহী বিল কারমার এএফপিকে জানিয়েছেন, অস্কারে দাবানলের উদ্ধার তৎপরতায় ভূমিকা রাখা সাহসী যোদ্ধাদের শ্রদ্ধা জানানো হবে।
নন্দিত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। তার গানের ভক্ত সবাই। কিন্তু যারা তাকে ফেসবুকে অনুসরন করেন তারা জানেন, মনের কথা সুন্দর শব্দ-বাক্য বিন্যাসে ব্যক্ত করতেও তার জুড়ি নেই।
ফেসবুক যেন ফাহমিদার নিজস্ব ডায়েরি। তাই খুব বড় বিষয়ে যে লিখতে হবে না নয়, একেবারেই মনের সুক্ষ অনুভূতির কথা, দৈনন্দিন যাপনের ঘটনা তিনি লিখে ফেলেন ফেসবুকে। তার সেই লেখাগুলো সবাই খুব পছন্দ করেন।
তবে এবার আর ফেসবুকে নয়, ফাহমিদা নবীর লেখা আসছে মোড়কে বন্দী হয়ে! অর্থাৎ বই প্রকাশিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পীর। বলা প্রয়োজন, এটিই তার প্রথম বই। যার নাম তিনি দিয়েছেন ‘ফাহমিদা নবীর ডায়েরি’। একুশে বইমেলায় শব্দশিল্প প্রকাশনী থেকে বইটি বের হচ্ছে।
এ নিয়ে জানতে যোগাযোগ করা হলে ফাহমিদা বার্তা২৪.কমকে বলেন, ‘সেই যে প্রথম গানের ক্যাসেট বেরিয়েছিল, তখন যেমন অনুভব করেছিলাম এখন প্রথম বই প্রকাশের লগ্নে একইরকম লাগছে। একটা নতুন জিনিস করতে যাচ্ছি, পাঠকরা কিভাবে নেবে সেটা নিয়ে ভাবনা রয়েছে। একইসঙ্গে এই অন্তর্জালের যুগে একটা ছাপা বই ধরে দেখার অনুভূতিটাও অণ্যরকম সুন্দর। সুন্দর আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করতে চাই একুশে বইমেলার প্রথম সপ্তাহে। আশা করি বইটি পাঠকদের ভালো লাগবে।’
বইটির প্রচ্ছদ ফেসবুকে প্রকাশ করে এই শিল্পী লিখেছেন, ‘লিখতে ভালো লাগে সেই ছোটবেলা থেকেই। আমার বাবার লেখা, কথার ভঙ্গী, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করতো। আম্মাকে দেখতাম বই পড়তেন, ডায়েরি লিখতেন, ভীষণ ভালো লাগতো। আমিও লেখার চেষ্টা করতাম, এখনও করছি।'
তিনি আরও বলেন, ‘‘গানের কথা থেকে যে জীবনবোধ তৈরি হয় আর চারপাশের যাপিত জীবন যে অভিজ্ঞতা হয় তার কোনটাই জীবন দর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে ইতিবাচকভাবে সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা; সেগুলোকে উপলব্ধি, অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি। দর্শন নিয়ে পড়েছিলাম বলেই জীবনের দর্শনে নিজেকে চেনা, জানা ও বোঝার নানান দিকগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, প্রশ্ন জাগায় সহজ সমাধানের লক্ষ্যে। অন্যের গল্প আর সেই সাথে নিজের উপলব্ধির ব্যাখ্যাগুলোর মাধ্যমে নিজেও যেমন সহজ হতে চেষ্টা করি, তেমনি চাই মানুষও সহজ হোক, আপন উপলব্ধিতে বাঁচতে শিখুক। জীবনকে জয় করুক সাহসী বিশ্বাসের মর্যাদায়।
সে কারনেই ফেসবুক পেইজে ফাহমিদা নবী’স ডায়েরিতে নিয়মিত লিখি। যারা নিয়মিতভাবে পেইজটির লেখা পড়েন, তারা আমার গানের পাশাপাশি লেখারও ভক্ত। তাদের অনেকেরই চাওয়া, আমার লেখাগুলোর একটি বই হোক, যেখানে সব লেখা একসাথে থাকবে। তাদের চাওয়ার ইচ্ছে পূরন করতেই এই বই। পাঠকের প্রতি ভালোবাসা রইলো আমাকে উৎসাহিত করবার জন্য। স্বপ্ন, সত্য এবং ইতিবাচকতায় যে বাস্তব চিন্তাগুলোকে আমি ডায়েরিতে তুলে ধরেছি, তা আজ সকলের মিলিত প্রচেষ্টায় একটি বই আকারে রূপ নিতে পারলো। ধন্যবাদ শব্দশিল্প প্রকাশনীকে। সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। পড়ে ভালো লাগলে, উপলব্ধি করলে সার্থক হবে আমার ডায়েরি।’’
এমন কি কিছু আছে যা করা বাকী রয়ে গেলো? জানতে চাইলে ফাহমিদা নবী বলেন, ‘আমি গান আর লেখিলেখি নিয়েই আছি। গানের স্কুল ‘কারিগরী’ নিয়ে ব্যস্ত থাকি। এখন আমার একটা ইচ্ছে আছে দেশে এবং দেশের বাইরে বাচ্চাদের নিয়ে কিছু কাজ করতে চাই। কারণ তারাই তো আসলে ভবিষ্যতে আমাদের দেশের সংস্কৃতিকে নিয়ে যাবে সামনের দিকে।’
দেশের প্রথম সারির চিত্রনায়ক আরিফিন শুভর সময়টা ভালো যাচ্ছে না। দেশের রাজনৈতিক পরিস্থিতি বদলের ঘটনায় নেতিবাচক প্রভাব পড়েছে তার অভিনয় ক্যারিয়ারে। ‘মুজিব’ চলচ্চিত্রে বিনা পারিশ্রমিকে অভিনয়, হাসিনা সরকারের বরাদ্দকৃত সরকারি প্লট পাওয়া, জুলাই আন্দোলনে ছাত্রদের সমর্থন না করা- এসব কারণেই তিনি জনগনের রোষানলে পড়েছেন।
সেই প্লটতো হারিয়েছেনই, এরইমধ্যে ব্যক্তিজীবনেও এসেছে একের পর এক খারাপ খবর। দীর্ঘদিনের সংসার ভাঙণ থেকে শুরু করে মা হারানোর শোক- সব মিলিয়ে শুভ অনেকটাই বিদ্ধস্ত।
তারই ইঙ্গিত পাওয়া গেলো আজকে নিজের ফেসবুক পেজে শেয়ার করা একটি ছবি ও তার ক্যাপশনে। ছবিতে দেখা যাচ্ছে শুভ তার মায়ের কবরের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন।
ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসতো যে ২৪ শে জানুয়ারি আবার ফিরে আসছে.......সময় বড়ই স্বার্থপর......!
একটা একটা দিন গুনতাম আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে? নাকি আসলেই এক বছর হয়ে গেছে?
লক্ষ্য কোটি শব্দ লিখেও, এই জীবনে কোনদিন আমি বোঝাতে পারবো না......আমার জন্য তুমি কি ছিলে এবং আছো!
জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে! গত ৩৬৫ দিন ধরে প্রত্যেকটা মুহূর্ত শুধু এটাই প্রশ্ন করেছি নিজেকে...... সত্যিই তুমি নেই মা?
নাকি আমি কোথাও ভুল করছি এটা কোন দুঃস্বপ্ন নয় তো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা!’
মাকে শুভ কতোটা ভালোবাসতেন সে কথা তার ফেসবুক অনুসারীরা জানেন। মাকে হারিয়ে শুভ’র এই কষ্ট তারা অনুধাবন করতে পারবেন।
প্রসঙ্গত, শুভ’র নতুন কাজের খবর নেই দীর্ঘদিন হয়ে গেলো। এমনকি মুক্তি আটকে আছে তার সিনেমা ‘নূর’-এর।