‘জয় হউক সেলেসাও সাম্বা ফুটবলের’- ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত আসিফ

  ‘মরুর বুকে বিশ্ব কাঁপে’
  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আসিফ আকবর

আসিফ আকবর

কাতার বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ সার্বিয়ার বিপক্ষে জোড়া গোলে জয় পেয়েছে ব্রাজিল। জোড়া গোল করে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। আর এতেই মেতে উঠে ব্রাজিল দলের সমর্থকরা।

বিশ্বকাপ ফুটবলের আঁচ পড়েছে তারকা অঙ্গনে। এদিকে বাংলা সংগীতের যুবরাজ আসিফ আকবর ব্রাজিল দলের সমর্থক। কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে থেকেই নিজের উন্মাদনা নিয়ে সোশ্যালে নানা পোস্ট করছেন ‘ও প্রিয়া’ খ্যাত গায়ক।

বিজ্ঞাপন
Caption

 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত ব্রাজিল-সার্বিয়ার ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন আসিফ আকবর। ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেও সোশ্যালে এ নিয়ে পোস্ট করেছিলেন তিনি।

ব্রাজিলের জয়ের পরে ফের সোশ্যালে পোস্ট করতে দেখা যায় তাকে। রাত সোয়া ৩টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ লেখেন, “ওকে থ্যাংক ইউ। জয় হোক সেলেসাও সাম্বা ফুটবলের। জয় হোক ফুটবল স্পিরিটের। ওয়েলডান তরুণ ব্রাজিল টিম।”

আরও লেখেন, “সমর্থন আর সমর্থক, নো প্রবলেম। হেক্সা মিশনের প্রাথমিক বিজয়ে সবাইকে অভিনন্দন। সফল হোক কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২।”