আসছে ‘তনু ওয়েডস মনু থ্রি’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কঙ্গনা রনৌত ও মোহাম্মদ জিসান আইয়ুব

কঙ্গনা রনৌত ও মোহাম্মদ জিসান আইয়ুব

বলিউড ইন্ডাস্ট্রির সফল ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম ‘তনু ওয়েডস মনু’। এখনও পর্যন্ত এর দুটি কিস্তি নির্মিত হয়েছে। আর দু’টিতেই প্রধান চরিত্রে দেখা গেছে কঙ্গনা রনৌত ও আর মাধবনকে।

চমকপ্রদ তথ্য হলো- এবার ছবিটির তৃতীয় কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। চিত্রনাট্য নাকি একদম তৈরি। এমনকি, সেই চিত্রনাট্য পড়ে সবুজ সংকেতও দেখিয়েছেন কঙ্গনা।

বিজ্ঞাপন

কিন্তু এবারের কিস্থিতে আর মাধবনের চরিত্র অর্থাৎ মন্নুকে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না। বরং ‘তনু ওয়েডস মনু’ ছবিতে কঙ্গনার বাড়ির ভাড়াটে আইনজীবীর চরিত্রে অভিনয় করা চিন্টু কুমারকেই (মোহাম্মদ জিসান আইয়ুব) গুরুত্ব দিয়ে এগিয়ে যাবে গল্প।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, চিত্রনাট্যকার হিমাংশু শর্মা নতুন ‘তনু ওয়েডস মনু’তে চিন্টু কুমার ও তনু অর্থাৎ কঙ্গনার মধ্যে প্রেমের সম্পর্ক দেখাবেন।

বিজ্ঞাপন