ঋষির শেষ ছবির প্রিমিয়ারে কাপুর পরিবার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঋষি কাপুর অভিনীত ছবি ‘শর্মাজি নামকিন’র প্রিমিয়ারে কাপুর পরিবার

ঋষি কাপুর অভিনীত ছবি ‘শর্মাজি নামকিন’র প্রিমিয়ারে কাপুর পরিবার

দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে বছর দুই আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঋষি কাপুর। মৃত্যুর আগে ‘শর্মাজি নামকিন’ নামের একটি ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন ঋষি কাপুর।

কিন্তু সম্পূর্ণ কাজ শেষ করে যেতে পারেননি তিনি। তবে বলিউডের প্রয়াত এই অভিনেতা যতোটুকু শুটিং করেছেন ততোটুকু দৃশ্য বাদ না দিয়ে বরং তার পরবর্তী অংশের কাজ আরেক বলিউড অভিনেতা পরেশ রাওয়ালকে নিয়ে সম্পন্ন করেছেন নির্মাতারা।

বিজ্ঞাপন

এদিকে, আগামী ৩১ মার্চ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ঋষি কাপুরের শেষ ছবিটি। এ উপলক্ষে সম্প্রতি ছবিটির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়েছিলো। আর সেখানেই উপস্থিত ছিলো ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর, ছেলে রণবীর কাপুর, মেয়ে ঋদ্ধিমা কাপুর এবং নাতনি।

এখানেই শেষ, প্রেমিক রণবীর কাপুরের বাবার অভিনীত শেষ ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাটও।

বিজ্ঞাপন