ভালোবাসা দিবসে ‘বাবার লেখা শেষ চিঠি’
ভালোবাসা দিবসের জন্য নির্মিত হল ওয়েব ফিকশন ‘বাবার লেখা শেষ চিঠি’। রাকায়েত রাব্বির চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। বাবা ও মেয়ের গল্পে নির্মিত ওয়েব ফিকশনটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া ও আশীষ খন্দকার। নির্মাতা জানান, ঘর থেকে একটা মেয়ে পালিয়ে যাবার পর সেই মেয়ের বাবার মানসিক অবস্থা কেমন হয়! সেটা নিয়েই এর গল্প এগিয়ে গেছে৷
ময়নমনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে টানা তিনদিন চিত্রধারণ শেষে এ নির্মাণ এখন সম্পাদনার টেবিলে।
নির্মাতা বলেন, “ভালোবাসার অন্যরকম একটি গল্প এটি। একটা মেয়ে যখন ঘর থেকে পালিয়ে যায় তখন তাদের এটা উপলব্ধি হোক যে- তিনি আসলে কাদের ফেলে যাচ্ছেন, কাদের রেখে যাচ্ছেন। যারা এতটা বছর বুক ভরা স্বপ্ন নিয়ে আমাদের মানুষ করলো তাদেরও যে কিছু বলার থাকতে পারে। হয়তো পারিবারিকভাবে মিমাংশার সম্ভাবনার দ্বারও খুলতে পারে কেননা সব বাবা-মা চান তার মেয়ে অথবা ছেলে সুখে থাক ৷ এমন একটি সামাজিক স্পর্শকাতর বিষয় দিয়ে ওয়েব ফিকশনটি নির্মাণ করেছি। আশা করি দর্শকদের এটি ভালো লাগবে।
গল্পের নেপথ্য কণ্ঠ দিয়েছেন মাহবুবুর রহমান টুনু । চিত্রগ্রহণ করেছেন মহি শান্ত, সম্পাদনা করেছেন শরিফ চৌধুরী। আবহ সংগীত সাজিয়েছেন সোহেল রাজ। গল্পে অন্যান্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু ও মোহাম্মদ সালমান।
১৪ ফেব্রুয়ারি লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ওয়েব ফিকশনটি।