চার মাস আগে বিয়ে হয় পরী ও রাজের
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণীন’-চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে প্রেম। সে গুঞ্জন যখন আকাশে-বাতাসে আজ (১০ জানুয়ারি) পরীমনি জানালেন মা হতে যাচ্ছেন তিনি। তবে বিয়ে? সে খবরও জানালেন পরী।
বললেন, “আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে আমরা জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে।”
চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে থাকবেন পরী মনি। তাই আপাতত শুটিং বন্ধ পুরোপুরি। “আগামী দেড় বছর একদম ছুটি। বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।”
বর্তমানে পরীর হাতে রয়েছে, রাশিদ পলাশের ‘প্রীতিলতা’, চয়নিকা চৌধুরীর ‘কাগজের ফুল’, অরণ্য আনোয়ারের ‘মা’ চলচ্চিত্রগুলো। এ বছরই মুক্তি পাবার কথা রয়েছে পরী অভিনীত ‘মুখোশ’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিগুলো। এর মধ্যে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রটির শুটিংই কেবল বাকি রয়েছে।
অভিনেতা শরীফুল রাজের বড়পর্দায় অভিষেক ঘটে রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে। বর্তমানে এ অভিনেতার হাতে রয়েছে ‘গুণিন’, ‘পরাণ’ ও ‘হাওয়া ‘ নামের চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায় আছে।