বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর...
গোপনে হঠাৎ বাগদান করে চমকে দিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। ফের ভক্তদের না জানিয়ে লুকোচুরিতেই বিয়ে করলেন এ অভিনেত্রী।
সাতপাকে বাধা পড়লেন বর ব্যাংকার ও দীর্ঘদিনের প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে।
রাজধানীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয় বিয়ের আসর
না, কোন অভিনয়ের দৃশ্যে সাজা বউ হয়ে নয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রিয় মানুষটার হাত ধরে মিম।
লাল বেনারসিতে অপরূপা মিম। সনাতনী পদ্ধতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সকাল থেকে।
গত বছরের ১০ নভেম্বর মিমের জন্মদিনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। তখনই মিম জানিয়েছিলেন, নতুন বছরের শুরুতেই বিয়ে করবেন তারা।
আলো আঁধারে আলোকচিত্রীর ফ্রেমে ধরা পড়লো দু’জনের অপূর্ব মুহূর্ত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিম নিজেই শেয়ার করেছেন ছবিগুলো।
ছবি শেয়ার করে ক্যাপশনে মিম লিখেছেন- কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালবেসেছি, তুমি না আমি ?” শুভক্ষণ, শুভ দিন। বহু বছরের দীর্ঘ প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লাম আমরা। জীবনের নতুন অধ্যায়ের জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে শুভকামনা প্রার্থী।