গোপন বাগদানের পর লুকিয়েই বিয়ে করলেন মিম
গোপনে হঠাৎ বাগদান করে চমকে দিয়েছিলেন বিদ্যা সিনহা মিম। ফের ভক্তদের না জানিয়ে লুকোচুরিতেই বিয়ে করলেন এ অভিনেত্রী। আজ (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তার বিয়ে সম্পন্ন হয়।
তবে, এ বিষয়ে মিম কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিথিদের হয়ে ফাঁস হতে শুরু করেছে বিয়ের আসরের ছবি।
সূত্র বলছে, আজই মালা বদল করেছেন মিম। বর সনি পোদ্দারকে আগেই জেনেছেন পাঠক, তিনি পেশায় একজন ব্যাংকার ও মিমের দীর্ঘদিনের প্রেমিক।
এরমধ্যে অভিনেত্রী রুনা খান তার ফেসবুক দেয়ালে প্রকাশ করেছেন বর-কনের দুটি নান্দনিক ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের নায়ক-নায়িকা। অভিনন্দন, ভালোবাসা, আদর।’
বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন ও ছবি শেয়ার করে লিখেছেন ‘আদর ও দোয়া’। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খবরটি গণমাধ্যমে জানাবেন মিম।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর মিমের জন্মদিনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। তখনই মিম জানিয়েছিলেন, নতুন বছরের শুরুতেই বিয়ে করবেন তারা।
২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম।