বিয়েতে কার থেকে কি উপহার পেলেন ক্যাটরিনা-ভিকি
ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে গত ৯ ডিসেম্বর রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। কিন্তু এই বিয়ের প্রতিটি বিষয় যতটা সম্ভব নিজেদের মধ্যেই রাখার চেষ্টা করেছিলেন এই তারকা দম্পতি, তাদের পরিবারের সদস্য ও নিমন্ত্রিত অথিথিরাও।
ভিক্যাটের বিয়েতে শুধুমাত্র উপস্থিত ছিলেন ১২০ জন। যাদের মধ্যে ছিলেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। কারণ করোনাভাইরাস মহামারির কারণে খুব বেশি সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানাতে পারেননি তারা।
এদিকে, ক্যাটরিনা-ভিকির বিয়েতে খুব বেশি সংখ্যক তারকাদের দেখা মেলেনি। তাছাড়া তারকাদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন তাও জানা যায়নি।
ক্যাটরিনা-ভিকি তাদের বিয়েতে দাওয়াত না দিলেও এমন অনেকেই রয়েছেন যারা তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দামি উপহারও পাঠিয়েছেন।
শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফের সাবেক প্রেমিক সালমান খান এই নবদম্পতিকে একটি রেঞ্জ রোভার উপহার দিয়েছেন। যার বাজার মূল্য ৩ কোটি রুপি।
ক্যাটরিনা-ভিকির প্রতিবেশী আনুশকা শর্মা উপহার দিয়েছেন ৬ কোটি ৪ লাখ রুপির কানের দুল।
অন্যদিকে, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের উপহার হিসেবে ১৫ লাখ রুপির একটি পেইন্টিং দিয়েছেন শাহরুখ খান।
হৃতিক রোশনের থেকে ৩ লাখ রুপির একটি বাইক উপহার পেয়েছেন ভিক্যাট।
ক্যাটরিনা কাইফের সাবেক প্রেমিক রণবীর কাপুরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট নবদম্পতিকে এক লাখ রুপির একটি পারফিউম বক্স উপহার দিয়েছেন।
সাবেক প্রেমিকের থেকে ক্যাটরিনা পেয়েছেন ২ কোটি ৭ লাখ রুপির একটি হীরার নেকলেস।