মুম্বাই ফিরলেন ক্যাটরিনা-ভিকি দম্পতি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

বিয়ের বন্ধনে জড়ানোর ৫ দিন পর মুম্বাই ফিরলেন নবদম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মুম্বাই বিমানবন্দরে তাদের ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা।


বিয়ের পর এই প্রথম জনসম্মুখে এসেছেন এই তারকা দম্পতি। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের ছবি। যেখানে সব্যসাচীর ডিজাইন করা বেবি পিঙ্ক রঙের সালোয়ার কামিজে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। আর ভিকির পরনে ছিলো ঘিয়া রঙের শার্ট-প্যান্ট।

বিজ্ঞাপন

গত ৯ ডিসেম্বর রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। রাজকীয় বিয়ের পর্ব মিটতেই ১০ ডিসেম্বর গোপন লোকেশন হানিমুনে পাড়ি দিয়েছেন এই তারকা দম্পতি। তবে তারা কোথায় গিয়েছেন তা এখনও জানা যায়নি।