সিল করে দেওয়া হয়েছে করোনা আক্রান্ত কারিনার বাড়ি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারিনা কাপুর খান

কারিনা কাপুর খান

ফের বলিউড ইন্ডাস্ট্রিতে করোনার থাবা। এবার ভয়াবহ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কারিনা কাপুর খান। বলিউডের এই অভিনেত্রীর পাশাপাশি আক্রান্ত হয়েছেন তার ঘনিষ্ঠ বান্ধবী অমৃতা আরোরা। বর্তমানে তারা দু’জনেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

কারিনার করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) পক্ষ থেকে তার বাড়িতে সকলের যাতায়াত বন্ধ ঘোষণা করে সিল করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
অমৃতা আরোরা ও কারিনা কাপুর খান

বিএমসি এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘করিনা কাপুর খানের বাড়ি সিল করা হয়েছে। তিনি এখনো পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন তাদের সংস্পর্শে এসেছেন, সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।’

বলিউডের এই দুই অভিনেত্রী সুরক্ষাবিধি লঙ্ঘন করে চুটিয়ে পার্টি করেছেন। একাধিক পার্টির অঙ্গ ছিলেন তারা। তাই গত কয়েকদিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন প্রত্যেককে বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) পক্ষ থেকে করোনা টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কারিনা কাপুর খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিং নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে আমির খানকে।