হাইকোর্টের দারস্থ আরিয়ান

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরিয়ান খান

আরিয়ান খান

মাদককাণ্ডে গত ৩ অক্টোবর শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর প্রায় এক মাস কারাবাস করার পর গত ২৮ অক্টোবর একগুচ্ছ শর্তসহ আরিয়ান খানকে জামিনে মুক্তি দেয় বম্বে হাইকোর্ট।

জামিন পাওয়ার পর বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এনসিবির মুম্বাই সদর দফতরে হাজিরা দিতে হয় আরিয়ান খানকে।

বিজ্ঞাপন

কিন্তু সেই শর্তে বদল চান আরিয়ান খান। এ কারণে শুক্রবার (১০ ডিসেম্বর) সেই আর্জি নিয়ে বম্বে হাইকোর্টে একটি আবেদন জমা দিয়েছেন শাহরুখ পুত্র।

কিন্তু কেন এই শর্তে বদল চাইছেন আরিয়ান? আবেদনে শাহরুখ পুত্র জানিয়েছেন ইতিমধ্যেই এই মামলা এনসিবির মুম্বাই দফতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিল্লির এক বিশেষ তদন্তকারী দলের হাতে। পাশাপাশি প্রতি শুক্রবার এনসিবির অফিসে হাজিরা দেওয়ার সময় মুম্বাই পুলিশের আটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয় তাকে, দফতের বাইরে ভিড় করে দাঁড়িয়ে থাকেন প্রচুর সংবাদকর্মী। ফলে সব মিলিয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় আরিয়ানকে। আর এই পরিস্থিতি থেকেই রেহাই পেতে আদালতের দারস্থ হয়েছেন তিনি।

বিজ্ঞাপন