ঝুলন গোস্বামীর বায়োপিক করবেন না আনুশকা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঝুলন গোস্বামী ও আনুশকা শর্মা

ঝুলন গোস্বামী ও আনুশকা শর্মা

ঝুলন গোস্বামীর বায়োপিকের কাজ থেকে নিজেকে সরিয়ে নিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

২০২০ সালে বাংলার এই তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে নির্মিত ছবিতে অভিনয়ের ঘোষণা দিয়েছিলেন আনুশকা শর্মা। ইডেন গার্ডেনে এসে লুক সেটও করেছিলেন বলিউডের এই অভিনেত্রী। সেই শুটে হাজির ছিলেন ঝুলন গোস্বামী নিজেও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িতে পড়তেই বেশ ভাইরালও হয়েছিল।

বিজ্ঞাপন

ছবিটির শুটিং শুরু হওয়ার কিছুদিন পরই ভারতে করোনাভাইরাসের প্রর্দুভাব বেড়ে যায়। তাছাড়া সেসময় অন্তঃসত্ত্বা হওয়ারও ঘোষণা দেন আনুশকা। এরপর গত জানুয়ারিতে মেয়ে ভামিকা কোহলির জন্ম দেন আনুশকা। ফলে ছবিটির শুটিংয়ের কাজ দীর্ঘদিন বন্ধ থাকে। কিন্তু শেষমেষ এর থেকে সরেই দাঁড়ালেন ৩৩ বছর বয়সী এই তারকা।

সবশেষ ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে দেখা গেছে আনুশকা শর্মাকে। এরপর গত তিন বছরে আর কোন ছবিতে দেখা যায়নি বলিউডের এই অভিনেত্রীকে। ঝুলন গোস্বামীর বায়োপিকের মধ্য দিয়ে বড়পর্দায় কামব্যাক করার কথা ছিলো তার।

বিজ্ঞাপন
শুটিংয়ের ফাঁকে আনুশকা ও ঝুলন

এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। পরিচালনা করছেন প্রসিত রায়। আনুশকা লিড রোল থেকে সরে দাঁড়ালেও প্রযোজক হিসেবে তিনি এই ছবির সঙ্গে যুক্ত থাকবেন।