প্রিয়াঙ্কার অস্ত্রোপচার সলফভাবে সম্পন্ন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রিয়াঙ্কা সরকার

প্রিয়াঙ্কা সরকার

বাইকের ধাক্কায় পা ভাঙা প্রিয়াঙ্কা সরকারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। জানা গেছে, তার পায়ের ভাঙা অংশে প্লেট বসানো হয়েছে। তাই আরও দু’দিন হাসপাতালে থাকতে হবে টলিউডের এই অভিনেত্রীকে।

শুক্রবার (৩ ডিসেম্বর) মধ্যরাতে রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামের একটি ওয়েব সিরিজের শুট করছিলেন প্রিয়াঙ্কা সরকার ও অর্জুন চক্রবর্তী। আর সেই সময়ই সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। যার কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে।

বিজ্ঞাপন

এ ঘটনায় প্রিয়াঙ্কা-অর্জুন দু’জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের কাছে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।