মুক্তির আগেই ১০০ কোটির ক্লাবে ‘মারাক্কার: লায়ন অব অ্যাবাবিয়ান সি’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘মারাক্কার: লায়ন অব অ্যাবাবিয়ান সি’ ছবির পোস্টার

‘মারাক্কার: লায়ন অব অ্যাবাবিয়ান সি’ ছবির পোস্টার

করোনাভাইরাস মহামারির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘মারাক্কার: লায়ন অব অ্যাবাবিয়ান সি’। প্রিয়দর্শন পরিচালিত বিগ বাজেটের এই ছবিটি বৃহস্পতিবার (২ ডিসেম্বর) প্রতিদিন ১৬ হাজার শোসহ ৪ হাজার ১শ’ স্ক্রিনে মুক্তি দেওয়া হয়েছে।

হিন্দি, তেলেগু, কান্নাড়া ও তামিল ৪ ভাষায় মুক্তি দেওয়া হয়েছে মোহনলাল অভিনীত ‘মারাক্কার: লায়ন অব অ্যাবাবিয়ান সি’।

বিজ্ঞাপন

তবে চমকপ্রদ তথ্য হলো- মুক্তির আগে প্রি-বুকিং থেকে ১০০ কোটি রুপি আয় করে নিয়েছে ‘মারাক্কার: লায়ন অব অ্যাবাবিয়ান সি’। সমাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন দক্ষিণের এই তারকা।

শুধু শত কোটি রুপি আয় নয়, ছবিটি সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মোহনলাল।

বিজ্ঞাপন

আশীর্বাদ সিনেমাজ প্রযোজনা করেছে ছবিটির। মোহনলাল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন কৃর্তী সুরেশ, অর্জুন, সুনীল শেঠি, প্রভু, মঞ্জু ওয়ারিয়ার, সুহাষিণী, কল্যাণী প্রিয়দর্শন, সিদ্দিকি, নেড়ুমুডি ভেনু, ইনোসেন্ট, অশোক সেলভান।

ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন রনি রাফায়েল। সিনেম্যাটোগ্রাফি করেছেন থিরু ও সম্পাদনার দায়িত্ব সামলেছেন আপ্পায়ন নায়ার।