নেটফ্লিক্সে মুক্তি পেলো ‘সূর্যবংশী’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘সূর্যবংশী’ ছবির দৃশ্যে রণবীর সিং, অক্ষয় কুমার ও অজয় দেবগণ

‘সূর্যবংশী’ ছবির দৃশ্যে রণবীর সিং, অক্ষয় কুমার ও অজয় দেবগণ

বক্স অফিসে শত কোটি রুপির ব্যবসা করার পর এবার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেলো অক্ষয় কুমার, অজয় দেবগণ ও রণবীর সিং অভিনীত ‘সূর্যবংশী’।

চার সপ্তাহ আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ‘সূর্যবংশী’। আজ (৩ ডিসেম্বর) নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হয়েছে রোহিত শেঠি পরিচালিত ছবিটি।

বিজ্ঞাপন

১০০ কোটি রুপি দিয়ে রোহিত শেঠি ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট থেকে ‘সূর্যবংশী’র ডিজিটাল স্বত্ত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। আগামী ৪ সপ্তাহ নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।

 

বিজ্ঞাপন

করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ আসায় ধীরে ধীরে খুলতে শুরু করেছেন ভারতের সিনেমা হলগুলো। আর ‘সূর্যবংশী’ প্রথম ছবি যা সিনেমা হলগুলোর খোলার পর মুক্তি দেওয়া হয়েছে।