ছেলের জন্মদিনে একসঙ্গে আমির-কিরণ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবা-মায়ের সঙ্গে আজাদ রাও

বাবা-মায়ের সঙ্গে আজাদ রাও

গত জুলাইয়ে ১৫ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন আমির খান ও কিরণ রাও। এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তারা বলেছিলেন, “এই ১৫টি সুন্দর বছরে আমরা একসঙ্গে আজীবনের অভিজ্ঞতা, আনন্দ এবং হাসি ভাগ করে নিয়েছি। তাছাড়া আমাদের সম্পর্কটি এগিয়ে গিয়েছে শুধুমাত্র বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসার জোরে। তবে আমরা এখন আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমরা আর স্বামী-স্ত্রী নই। তবে আমরা দু’জনই একে অপরের পরিবারের অভিভাবক থাকবো।”

আর নিজেদের সেই কথাই রাখছেন সাবেক এই তারকা দম্পতি। সংসার জীবনের ইতি টানলেও এখনও একে অপরের ভালো বন্ধু তারা।

বিজ্ঞাপন

বিচ্ছেদের পরও একসঙ্গে মিলে ‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ করেছেন আমির-কিরণ। দু’জনে মিলে ছবিটি প্রযোজনা করছেন।

এবার ছেলে আজাদ রাওয়ের জন্মদিন উপলক্ষে একসঙ্গে হলেন তারা।

বিজ্ঞাপন

গত ২৫ নভেম্বর ছিলো আজাদ রাওয়ের ১০ম জন্মদিন। আর সে দিনটিতেই বাবা-মাকে পাশে নিয়ে কেক কেটেছে আজাদ। সঙ্গে ছিলেন আজাদের সৎ ভাই জুনায়েদ খান ও পরিবারের আরও কয়েকজন সদস্য।

আজাদ রাওয়ের জন্মদিন ২৫ নভেম্বর হলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভিডিওটি। আমির খানের একটি ফ্যান ক্লাব থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে।