শুরু ‌‌‌‌‘গাদার টু’র শুটিং

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘গাদার টু’র কলাকুশলীরা

‘গাদার টু’র কলাকুশলীরা

বলিউড ইন্ডাস্ট্রির সফল ছবিগুলোর তালিকায় এখন জায়গা করে রয়েছে ‘গাদার: এক প্রেম কথা’। এতে সানি দেওল এবং আমিশা পাটেলের রসায়ন অনেক প্রশংসা কুড়িয়েছিল। ছবির গান ও সংলাপ আজও শোনা যায় মানুষের মুখে মুখে।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গাদার: এক প্রেম কথা’ বক্স অফিসে সুপার-ডুপার হিট হয়েছিলো। ১৯ কোটি রুপির তৈরি ছবিটি, বক্স অফিসে ব্যবসা করেছিল ১৩৩ কোটি।

বিজ্ঞাপন

এই ছবির সাফল্যের কথা মাথায় রেখে ২০ বছর পর আসছে এর দ্বিতীয় কিস্তি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ‘গাদার টু’র শুটিং। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মহরতের একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আমিশা পাটেল।

আমিশার শেয়ার করা ছবিতে তাকে কমলা রঙের সালোয়ার শ্যুট পরে দেখা যাচ্ছে। অন্যদিকে সানি দেওলকে দেখা যাচ্ছে লাল রঙের কুর্তা পাজামায়।

বিজ্ঞাপন

আগের কিস্তির মতো এবারও প্রধান চরিত্রে পাওয়া যাবে সানি দেওল, আমিশা পাটেল এবং উৎকর্ষ শর্মাকে। ছবিতে তারা সিং (সানি দেওল) আবার যাবেন পাকিস্তানে। ছেলে চরণজিৎ সিংকে ফিরিয়ে আনার গল্প উঠে আসবে নতুন এই ছবিতে।