ওটিটি’তে মীরের অভিষেক

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মীর আফসার আলি

মীর আফসার আলি

ওপার বাঙলার জনপ্রিয় অভিনেতাদের একজন মীর আফসার আলি। অসাধারণ বুদ্ধি এবং হাস্যরসের জন্য বেশি পরিচিত। নিজের অভিনয় দক্ষতার জন্য দর্শকের কাছে বহু আগেই সমাদর পেয়েছেন তিনি। ভালো কিছু করার তাগিদে প্রতিদিনই নতুন কিছু করে থাকেন।

চমকপ্রদ তথ্য হলো- রেডিও, ছোটপর্দা ও বড়পর্দার পর এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন মীর আফসার আলি।

বিজ্ঞাপন

বুধবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আর মাধবনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মীর।

‘ডিকাপলড’ শিরোনামের ওয়েব সিরিজটি পরিচালনা করবেন হার্দিক মেহতা। প্রযোজনায় রয়েছেন। বিক্রমাদিত্য মোতওয়ানে।

বিজ্ঞাপন
আর মাধবন ও মীর আফসার আলি

নেটফ্লিক্সের জন্য নির্মিত এই ওয়েব সিরিজটিতে প্রধান চরিত্রে পাওয়া যাবে বলিউড অভিনেতা আর মাধবনকে। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া যাবে মীরকে।

ওয়েব সিরিজটিতে মাধবনের বিপরীতে থাকবেন অভিনেত্রী সুরভি চাওলা। তাদের পাশাপাশি বেশ কিছু নামীদামী অভিনেতারাও অভিনয় করছেন এতে। আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডিকাপলড’।