বিয়ের সময় নেই সালমানের

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সালমান খান

সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে বহু রমনীর আগমণ ঘটলেও এখনও পর্যন্ত ছাদনাতলায় যেতে পারেননি তিনি। তাইতো ৫৫ বছর বয়সী এই তারকাকে বলা হয় বলিউড ইন্ডাস্ট্রির মোস্ট অ্যালিজেবল ব্যাচেলর।

এদিকে, ভাইজান যেখানেই যাক না কেনো সেখানে একটি প্রশ্ন অবশ্যই থাকবে, আর সেটি হলো- আপনি (সালমান খান) বিয়ে করবেন কবে?

বিজ্ঞাপন

যদিও বা সালমান খান এই প্রশ্নের উত্তর বহুবার দিয়েছেন। তার মতে, বিয়ের জন্য এই মুহূর্তে তার কাছে কোন সময় নেই। কিন্তু তারপরও এই একই প্রশ্নের সম্মুখিন হতে হয় ৫৫ বছর বয়সী এই তারকাকে।

শুক্রবার (২৬ নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘অন্তিম’। তার আগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ছবিটির প্রিমিয়ারের আয়োজন করেছিলেন সাল্লু। আর প্রতিবারের মতো সেখানেও বলিউডের এই অভিনেতাকে প্রশ্ন করা হয়েছে তার বিয়ে নিয়ে।

বিজ্ঞাপন

তবে এবার সালমান খান নয়, জবাব দিয়েছেন তার বোনের স্বামী অভিনেতা আয়ুশ শর্মা। তিনি বলেন, “সালমান খানের কাজের গতি এমন যে, তার হাতে বিয়ে করার সময় নেই। আমার মতে, তিনি এখন যেমন আছেন সেভাবেই সুখি আছেন। তাছাড়া তিনি নিজেই তার জীবনের সকল সিদ্ধান্ত নেন।”