বাংলার জামদানীতে দিওয়ালি পূজায় প্রিয়াঙ্কা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য জামদানী বুনন এবং এর নকশা। জামদানি বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকার। জামদানী নকশা সূচিকর্মে ফুটিয়ে তোলা হয় না, ছাপাও হয় না। এর বুনন এক বিস্ময়কর বয়নকৌশল, যা শ্রুতি ও স্মৃতিনির্ভর। এবার সেই জামদানি পরে দিওয়ালি পূজা করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ছিলো আলোর উৎসব দিওয়ালি। স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের নিয়ে লস অ্যাঞ্জেলসে দিনটি কাটিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সঙ্গে দিওয়ালি পূজাতেও অংশ নিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

দিওয়ালি পূজাতে অংশ নেওয়ার জন্য জামদানী শাড়ি বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এদিন হলুদ রঙের জামদানীতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। আর তার স্বামী নিক জোনাস পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবী।

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া

সবশেষ নেটফ্লিক্সের জন্য তৈরি ‘দ্য হোয়াইট টাইগার’ ছবিতে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে।

বিজ্ঞাপন