‘রঘু ডাকাত’ দেব

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দেব

দেব

কালীপূজা উপলক্ষে ভক্তদের নতুন এক উপহার দিলেন দেব। বিশেষ এই দিনটিতে টলিউডের এই অভিনেতা ঘোষণা করলেন তার পরবর্তী ছবির নাম। ‘গোলন্দাজ’র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার ‘রঘু ডাকাত’ হয়ে বড় পর্দায় আসতে যাচ্ছেন তিনি।

খালি গায়ে, পেশি ফুলিয়ে, হাতে মর্শাল ও খাঁড়া নিয়ে ‘রঘু ডাকাত’ ছবির ফার্স্টলুকও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

ক্যাপশনে তিনি লিখেছেন, “আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পূণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন– নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।”

বিজ্ঞাপন

হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালীমন্দির। নাম ডাকাতে কালী। পরে সেই মন্দির ‘রঘু ডাকাতের মন্দির’ হিসেবেও বিখ্যাত হয়। তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে ডাকাত নয়, ছিলেন বাংলার রবিনহুড। ধনীদের থেকে ধন ডাকাতি করে, তা দিয়ে সেবা করতেন সাধারণের। মেয়েদেরকে অগাধ সম্মান করতেন তিনি। এমনই এক জ্বলন্ত ও বিদ্রোহী চরিত্রকে বড়পর্দায় এবার নিয়ে আসছেন দেব।

‘রঘু ডাকাত’ ছবিটির পরিচালনার দায়িত্ব রয়েছৈন ধ্রুব বন্দোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে রয়েছে দেবের প্রযোজনা সংস্থা এবং এসভিএফ।