শাহরুখের জন্মদিনে ৫০০ গাছ লাগানোর প্রতিশ্রুতি দিলেন জুহি

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহরুখ খান ও জুহি চাওলা

শাহরুখ খান ও জুহি চাওলা

বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা শাহরুখ খান ও জুহি চাওলা। অভিনেতা-অভিনেত্রী হওয়ার পাশাপাশি তারা দু’জন ঘনিষ্ঠ বন্ধুও। বহুবার বহু সাক্ষাৎকারে সেকথা নিজেরাই স্বীকার করেছেন।

বলিউডের এই দুই তারকার বন্ধুত্ব এতোটাই গাঢ় যে একজনের বিপদে আরেকজন ঢাল হয়ে দাঁড়ান। আর তার প্রমাণ সম্প্রতি পাওয়া গেছে, যখন কিনা শাহরুখ খানের ছেলে মাদক মামলা থেকে জামিন পান সেসময় একটি শর্ত দেওয়া হয়েছিলো ১ লাখ রুপির বেল বন্ডের পাশাপাশি কোনও এক ব্যক্তিকে অভিযুক্তের দায়িত্ব নিতে হবে।

বিজ্ঞাপন

আরিয়ান খানের হয়ে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে এক লাখ রুপির বন্ডে স্বাক্ষর করেছেন জুহি চাওলা।

মঙ্গলবার (২ নভেম্বর) ছিলো শাহরুখ খানের ৫৬তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জুহি চাওলা। সেই সঙ্গে একটি প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

জুহি চাওলা তার পোস্টে লিখেছেন, ‘শুভ জন্মদিন শাহরুখ খান। তোমার নামে ৫০০টি গাছ লাগানোর প্রতিশ্রুতি দিলাম।’