বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রাজকুমার-পত্রলেখা

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজকুমার রাও ও পত্রলেখা

রাজকুমার রাও ও পত্রলেখা

বিয়ের মৌসুম চলছে বলিউড ইন্ডাস্ট্রিতে। গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর-আলিয়া ভাট। গত কয়েকদিন ধরে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন বলিউডের তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখার নামটি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এ মাসের দ্বিতীয় সপ্তাহে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাজকুমার ও পত্রলেখা। যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি তারা।

বিজ্ঞাপন

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ সেক্স ধোকা’ ছবি দেখার পরই রাজকুমারকে মনে ধরে পত্রলেখার। তারপর আলাপ, বন্ধুত্ব এবং প্রেম। বহু বছর ধরে লিভ ইন রিলেশনেও রয়েছেন রাজকুমার ও পত্রলেখা। তবে বিয়ে নিয়ে এতদিন কোনও প্ল্যান করছিলেন না এই জুটি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রাজকুমার জানিয়েছিলেন, ক্যারিয়ার সামলে নিয়েই দু’জনে বিয়ে করবেন। সেই কথামতোই হয়তো এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা।

সদ্য মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত ‘হাম দো হামারে দো’ ছবিটি। এতে তার বিপরীতে রয়েছেন কৃতি শ্যানন।

বিজ্ঞাপন