করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে ইউসুফ হুসেন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইউসুফ হুসেন

ইউসুফ হুসেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা ইউসুফ হুসেন। শনিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

বর্ষীয়ান এই তারকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা নির্মাতা হানসাল মেহতা। লিখেছেন একটি খোলা চিঠি।

বিজ্ঞাপন

যেখানে হানসাল মেহতা লিখেছেন, “তখন ‘শাহিদ’ ছবির শুটিং জোরকদমে এগোচ্ছে। মাঝপথে টাকা ফুরিয়ে গেল। অথচ তখনও প্রচুর কাজ বাকি। কী করব ভেবে পাচ্ছি না, নির্ঘুম রাত কাটাচ্ছি। এমন সময় পাশে এসে দাঁড়ালেন ইউসুফ সাহাব। ভরসা জুগিয়ে বলেছিলেন তার কাছে ফিক্সড ডিপোজিট করা কিছু টাকা আছে। সেগুলো যদি এখন কাজে না লাগে তো কখন লাগবে? শুনে অভিভূত হয়ে গিয়েছিলাম। একটিবারের জন্য না ভেবে আমার হাতে নিজের জমানো তার সঞ্চয় তুলে দিয়েছিলেন। এইভাবেই শেষ হয়েছিল ‘শাহিদ’র শুটিং।”

চিঠিতে শ্বশুর ইউসুফ হুসেনকে বাবা বলেও সম্বোধন করে হানসাল লিখেছেন, আজ তিনি আরও একবার পিতৃহারা হলেন। অনাথ হয়ে গেলেন।

বিজ্ঞাপন

১৯৭৪ সালে ‘পাগলি’ ছবির মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন ইউসুফ হুসেন। এরপর ‘ধুম টু’, ‘দিল চাহতা হ্যায়’ ও ‘বিবাহ’র মতো ব্লকবাস্টার ছবিতে দেখা গেছে তাকে।