জেল থেকে ছাড়া পেলেন আরিয়ান
প্রায় এক মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন আরিয়ান খান।
আজ (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে নিজ বাড়ি ‘মান্নাত’র উদ্দেশে রওনা দেন শাহরুখ পুত্র। ইতিমধ্যে বাড়িতে পৌঁছে গিয়েছেন তিনি।
এদিন ছেলেকে নিতে কারাগারে আসেননি শাহরুখ খান। বলিউডের এই সুপারস্টারের পরিবর্তে এসেছিলেন তার প্রধান দেহরক্ষী রবিসহ আরও কয়েকজন বডিগার্ড।
#WATCH Aryan Khan released from Mumbai's Arthur Road Jail few weeks after being arrested in drugs-on-cruise case pic.twitter.com/gSH8awCMqo
বিজ্ঞাপন— ANI (@ANI) October 30, 2021
মাদক মামলায় গত ২৮ অক্টোবর তৃতীয় দফার শুনানির দিন বম্বে হাইকোর্ট আরিয়ান খান এবং তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করেছেন।
বম্বে হাইকোর্ট জামিন মঞ্জুরের পর ২৯ অক্টোবর আরিয়ানকে জেল থেকে মুক্ত করার জন্য সকল আনুষ্ঠানিকতা যতো দ্রুত সম্ভব সম্পন্ন করার চেষ্টা করেছিলেন তার আইনজীবীরা। এমনকি আরিয়ানের জামিনের জন্য ১ লাখ রুপির বন্ডে স্বাক্ষরও করেছিলেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। কিন্তু সময়ের সঙ্গে পেরে উঠেনি তারা। তাই এদিনও মুম্বাইয়ের আর্থার রোড জেলে থাকতে হয়েছে শাহরুখ পুত্রকে।
জেলের নিয়মানুযায়ী সকাল, বিকেল ও সন্ধ্যা তিন বেলা বেল বক্স খোলা হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে ৫টার মধ্যেও সেই বক্সে আরিয়ানের রিলিজ অর্ডার না পৌঁছানোর কারণে তাকে সেখানে আরও এক রাত কাটাতে হয়েছে।
গত ২ অক্টোবর রাতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) একটি প্রমোদ তরীতে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও তার দুই বন্ধুকে আটক করে। এসময় আরিয়ানের থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লাখ ৩৩ হাজার রুপি পাওয়া যায়।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখ পুত্রকে গ্রেফতার করা হয়। এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নাম্বার ধারায় গ্রেফতার করা হয় আরিয়ান খানকে।