আজও জেলে থাকতে হবে আরিয়ানকে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরিয়ান খান

আরিয়ান খান

দ্রুত সময়ের মধ্যে সবকিছু করার পরও জেল থেকে ছাড়া পেলেন না আরিয়ান খান। বিকেল সাড়ে ৫টার মধ্যেও মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেল বক্সে পৌঁছায়নি শাহরুখ পুত্রের রিলিজ অর্ডার। ফলে আজ রাতটিও কারাগারে কাটাতে হবে আরিয়ানকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) আরিয়ান খানের জামিন মঞ্জুর করলেও জামিনের বিস্তারিত রায়ের প্রতিলিপি জারি করেনি বম্বে হাইকোর্ট। এদিন দুপুর গড়িয়ে যাওয়ার পর সামনে আসে আরিয়ানের জামিনের শর্ত।

বিজ্ঞাপন

সেই জামিনের শর্ত পূরণ করতে সবরকম ব্যবস্থা আগেই সাজিয়ে রেখেছিলেন আরিয়ানের আইনজীবীরা। তৈরি ছিল নগদ এক লাখ রুপিও। সিউরিটি সার্টিফিকেট থেকে সিউরিটি হিসেবে জুহি চাওলার উপস্থিতি, কোনও খামতি ছিল না কিন্তু তা সত্ত্বেও সময়মতো সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি আইনজীবী সতীশ মানেশিন্ডে।

কারাগারের নিয়ম অনুযায়ী বিকাল সাড়ে ৫টার পর কোনও অভিযুক্তের জামিনের কাগজ গ্রহণ করে না তারা। কারণ সূর্যাস্তের পর বন্দিদের মুক্তি দেওয়ার নিয়ম নেই। তাই আজ নয়, শনিবার (৩০ অক্টোবর) নিজ বাড়ি ‘মান্নাত’-এ ফিরবেন আরিয়ান খান।

বিজ্ঞাপন