শাহরুখ পুত্রের মামলা নিষ্পত্তি করতে ঘুষ নিয়েছেন সামীর!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরিয়ান খান ও সামীর ওয়াংখেড়ে

আরিয়ান খান ও সামীর ওয়াংখেড়ে

আরিয়ান খান মামলায় নয়া মোড়! আগামী ২৬ অক্টোবর বোম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি হবে। তার আগেই এই মাদক মামলার এক সাক্ষী ঘুরে গেছেন নিজের বয়ান থেকে।

১০ পাতার সাদা কাগজে স্বাক্ষর করিয়েছে এনসিবি, এমনটাই দাবি করলেন এই মাদক মামলার সাক্ষী প্রভাকর সেইল। এখানেই শেষ নয় টাকার লেনদেনের কথাও যে তিনি শুনেছে বলে এক হলফনামায় দাবি করেছে সে।

বিজ্ঞাপন

প্রভাকর সেইলের দাবি, ২ অক্টোবরের রাতে আরিয়ানকে এনসিবির দফতরে নিয়ে আসার পর কেপি গোসাভি এবং স্যাম ডিসুজার মধ্যেকার কথোপকথন শুনেছিল তিনি, সেখানে আরিয়ানের মুক্তিপণ হিসেবে ২৫ কোটি রুপি দাবি করার কথা বলা হয়েছিল এবং ১৮ কোটিতে সম্পূর্ণ মামলা রফা করার কথা পাকা হয়েছিল, যার মধ্যে ৮ কোটি রুপি এনসিবির জোনাল ডিরেক্টর সামীর ওয়াংখেড়েকে দেওয়ার কথা হয়েছিল।

আরিয়ান খানের মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন সামীর ওয়াংখেড়ে।

বিজ্ঞাপন

প্রভাকর আরও বলেন, ‘এনসিবি কর্মকর্তারা আমাকেও মেরে ফেলতে পারে বা গায়েব করে দিতে পারে।’