শুটিং সেটে প্রপ গান চালালেন অ্যালেক, নিহত সিনেমাটোগ্রাফার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যালেক বল্ডউইন

অ্যালেক বল্ডউইন

নিউ মেক্সিকোর হুয়ান রিওজ-এর সান্টা ফে কাউন্টি অঞ্চলে জোরদার চলছিল ‘রাস্ট’ ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ ঘটল বিপত্তি।

অ্যালেক বল্ডউইনের হাতে নকল বন্দুক থেকে ছুটে এল আসল গুলি! যার আঘাতে নিহত হয়েছেন ছবির সিনেমাটোগ্রাফার হ্যালাইনা হাটচিনস। গুরুতর আহত হয়েছেন ছবির পরিচালক জোয়েল সৌজা।

বিজ্ঞাপন

আকস্মিক এই দুর্ঘটনার জেরে বর্তমানে স্বাভাবিকভাবেই বন্ধ রয়েছে ছবির সমস্ত রকমের কাজ।

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ৪৮ বছর বয়সী হ্যালাইনা হাটচিনসকে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ছবির পরিচালককে নিয়ে যাওয়া হয়েছে অন্য একটি হাসপাতালে, যেখানে বর্তমানে আইসিইউ-তে রাখা হয়েছে তাকে।

সান্টা ফে কাউন্টির শেরিফের অফিসের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

যদিও এখনও পর্যন্ত কারও নাম অভিযোগ দায়ের করা হয়নি। বর্তমানে তদন্তকারীরা অফিসাররা সরেজমিনে তদন্ত চালাচ্ছেন ঠিক কী ধরণের অস্ত্র ব্যবহৃত করা হচ্ছিল ওই ছবির সেটে, তা জানার ব্যাপারে। পাশাপাশি ঐসব অস্ত্র দেখভালের দায়িত্ব কাদের দেওয়া হয়েছিল সেই বিষয়েও খোঁজ চালাচ্ছেন তারা।