বিশালের ‘খুফিয়া’য় সংগীতশিল্পী শিলাজিৎ

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিলাজিৎ মজুমদার

শিলাজিৎ মজুমদার

অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন তিনি।

বর্তমানে দিল্লিতে নেটফ্লিক্সের জন্য তৈরি স্পাই থ্রিলারটির শুটিং করছেন শিলাজিৎ।

বিজ্ঞাপন

ছবিতে এক গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শিলাজিৎকে। তবে এ বিষয়টি নিয়ে এখনও অবশ্য কোনও মন্তব্য করেননি তিনি।

সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন শিলাজিৎ। যেখানে দমদম বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দিল্লি চলো।’

বিজ্ঞাপন

‘খুফিয়া’য় গুরুত্বপূর্ণ চরিত্রে অবিনয় করছেন টাবু, আলি ফজল, আশিস বিদ্যার্থী। আছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরি হক বাঁধনও।

বিশাল ভরদ্বাজের এই ওয়েব সিরিজটি অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়ার’ স্পাই থ্রিলারের ছায়ায় তৈরি। এর টিজারও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।